খেলা

ম্যান সিটির বিপক্ষে ফিরবেন মেসি

স্পোর্টস ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ১২:৩৫ অপরাহ্ন

গত ১৯শে সেপ্টেম্বর অলিম্পিক লিওঁ’র বিপক্ষে দুর্দান্ত ছিলেন লিওনেল মেসি। গোলবারের উদ্দেশ্যে আর্জেন্টাইন সুপারস্টারের শট ছিল ৬টি। তবুও ৭৬ মিনিটে তাকে উঠিয়ে নেন কোচ মাউরিসিও পচেত্তিনো। ম্যাচ শেষে কারণটাও স্পষ্ট করেন পিএসজি কোচ। হাঁটুর চোটে অস্বস্তিতে ভুগতে থাকা মেসিকে নিয়ে ঝুঁকি নিতে চান না তিনি। এরপর মেতজের বিপক্ষে ছিলেন না সাবেক বার্সা ফরোয়ার্ড। চোট সারিয়ে অনুশীলনে ফিরলেও খেলবেন না শনিবার রাতে মঁপেলিয়ের বিপক্ষে। মেসি ফিরবেন চ্যাম্পিয়নস লীগের ম্যাচ দিয়ে।
আগামী ২৮শে সেপ্টেম্বর রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের ম্যাচে মাঠে নামবে পিএসজি। এই ম্যাচে মেসিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী পচেত্তিনো।
পিএসজি কোচ জানান, মেসির চোট নিয়ে দুর্ভাবনা নেই। পচেত্তিনোর ভাষ্য, ‘মেসি দৌড়ানো শুরু করেছে। আমরা তরা চোটের অবস্থা পর্যালোচনা করছি। আশা করি শিগগিরই সে সুস্থ হয়ে উঠবে।’
পচেত্তিনো বলেন, ‘রোববার তার শারীরিক উন্নতির অবস্থ্ াজানাতে পারব। আশা করছি, সবকিছু ঠিকমতো হবে এবং সে দলে ফিরবে। হ্যাঁ, আমরা আশা করি, সিটির বিপক্ষে খেলবে সে। তবে আমাদের সতর্কতার সঙ্গে এগোতে হবে।’
ম্যান সিটির বিপক্ষে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় অ্যাঞ্জেল ডি মারিয়াকে পাবে না পিএসজি। ইউরোপ সেরা প্রতিযোগিতার গত আসরের সেমি-ফাইনালে লাল কার্ড দেখায় মঙ্গলবারের ম্যাচটি খেলতে পারবেন না আর্জেন্টাইন মিডফিল্ডার।
এ ব্যাপারে পচেত্তিনো বলেন, ‘ দেখা যাক , কী করা যায়। বেশ কিছু আলাদা উপায় ও কৌশল আছে। দেখতে হবে যে কোন খেলোয়াড় দলকে সঠিক ভারসাম্য দিতে পারে। যেমন চোটে পড়ার আগে মাউরো ইকার্দি দলে অনেক অবদান রেখেছিল। এরপর সুস্থ হয়ে আবার দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে (গত ম্যাচে)। অবশ্যই সে আক্রমণে আমাদের জন্য একটা বিকল্প এনে দিয়েছে।’
চ্যাম্পিয়নস লীগের শুরুটা যুতসই হয়নি পিএসজির। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্লাব ব্রাগের সঙ্গে ড্র করে লা প্যারিসিয়ানরা। আর নিজেদের প্রথম ম্যাচে লাইপজিগকে ৬-৩ গোলের ব্যবধানে হারিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে ম্যান সিটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status