বিনোদন

‘মায়ের শূন্যতা অনেক বেশি অনুভব করি’

স্টাফ রিপোর্টার

২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ১২:৩৩ অপরাহ্ন

প্রতিনিয়তই মাকে মিস করি। মায়ের শূন্যতা অনেক বেশি অনুভব করি। যখন কোনো সুখবর আসে কিংবা ভালো কিছু হয় তখন বেশি মিস করি। আবার খারাপ সময় কাটাই তখনও অনেক মিস করি। এই বিশেষ দিনে আরও মনে পড়ে। কারণ আমার মায়ের জন্মদিন খুব প্রিয় ছিল। তার হোক বা অন্য কারও, বার্থডে পার্টি অনেক ভালো লাগতো তার৷ মা চিত্রনায়িকা দোয়েলের জন্ম দিবসে স্মৃতিকাতর হয়ে আবেগ জড়িত কন্ঠে মানবজমিনকে দেয়া সাক্ষাৎকারে কথাগুলো বলছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী প্রার্থনা ফারদিন দীঘি। ২০১১ সালে মাকে হারান তিনি। এই শিল্পীর মা ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র জগতে একসময়ের ‘মিষ্টি মেয়ে'৷ শুভদা, রাজলক্ষী-শ্রীকান্তসহ বহু ছবিতে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন তিনি৷ দীঘি হয়ে ওঠার পেছনের অবদান সবটুকুই বলা চলে তার মা দোয়েলের। মায়ের জন্য সবসময় মন কাঁদে তার। মাকে বলার মতো অনেক কথাই মনের কোণে জমে আছে৷ কিন্তু সেই না বলা কথাগুলো বলতে পারেন না কাউকেই। সে কথাগুলো শুধু মায়ের জন্যই তুলে রেখেছেন। মায়ের উদ্দেশ্যে বলতে গিয়ে দীঘি বলেন, আজকে আমার যে অবস্থান তা মায়ের জন্য। ছোট দীঘি থেকে বড় দীঘি পর্যন্ত। আট বছর ধরে ক্যামেরার বাইরের থাকার পরও মানুষ মনে রেখেছেন, অভিনয়ে দেখতে চেয়েছেন এটা পুরোটাই মায়ের অবদান। মায়ের সঙ্গে থাকলে পথচলা আরও মসৃণ হতো বলেও উল্লেখ করেন এ শিল্পী। এদিকে, শিশুশিল্পী দীঘি এখন আর শিশুশিল্পী নেই। তিনি বড় হয়েছেন। নায়িকা হিসেবে কাজ করছেন। ইতোমধ্যে তার দুটি সিনেমা মুক্তি পেয়েছে। হাতে রয়েছে কয়েকটি সিনেমা। দীঘির বাবা শাহরুখ ফারদিন সুব্রত। তিনিও একজন অভিনেতা। সিনেমাতেই তিনি বেশি অভিনয় করেন।৷ দোয়েলের মৃত্যুর পর সুব্রতই দীঘির সব। তিনিই বাবা, তিনিই মা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status