বাংলারজমিন

কিশোরদের হাত ধরে স্বাবলম্বী

জাবি সংবাদদাতা

২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ৮:২৪ অপরাহ্ন

সাভারে দুই ছাত্র সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারদের স্বাবলম্বী করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুক্রবার বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কুল এন্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় সাভারের পানধোয়া এলাকার শারীরিক প্রতিবন্ধী মো. সেলিমকে সবজি বিক্রির জন্য একটি ভ্যান ও সবজি এবং গকুলনগর এলাকার কর্মহীন বৃদ্ধা হামিদা বানুকে মুরগি ও মুরগী পালনে প্রয়োজনীয় সামগ্রী উপহার দেয়া হয়।
জাবি পার্শ্ববর্তী এলাকার কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ব্রাদারহুড এবং আমরা মানবতার ধারক-এর পক্ষ থেকে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়। সংগঠনের সদস্যরা বলছেন, নিজেদের জমানো টাকা দিয়ে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বী করার জন্য আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তারা বলেন, সমাজে যখন কিশোর গ্যাংয়ের নেতিবাচক প্রভাব বেড়ে চলেছে তখন আমরা সুন্দর একটি সমাজ গঠনের চেষ্টা করছি। আমাদের এ উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে অন্যরাও এমন ইতিবাচক কাজে এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status