দেশ বিদেশ

নাসিমন থেকে বের হয়েছে চট্টগ্রাম বিএনপি

জালাল রুমি, চট্টগ্রাম থেকে

২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ৮:১৩ অপরাহ্ন

একসময় চট্টগ্রামকে বলা হতো বিএনপির দুর্গ। সেসময় পাড়া-মহল্লার সভা-সমাবেশেও ভিড় থাকতো নেতাকর্মীদের। তবে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় দলটির আগের সেই জৌলুস আর নেই। মামলা-মোকদ্দমার ভয়ে সিনিয়র নেতাদের অনেকেই ছেড়ে দিয়েছেন হাল। দলের কার্যক্রম অনেকটা চট্টগ্রাম নগরের কাজির দেউড়ি এলাকায় অবস্থিত মহানগর কার্যালয় নাসিমন ভবন কেন্দ্রিক সীমাবদ্ধ হয়ে পড়ে। চলতি বছরের ২৯শে মার্চ এই কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের পর কার্যালয়ের কার্যক্রমও কিছুদিন বন্ধ হয়ে যায়। তবে হঠাৎ করে যেন চাঙ্গা হয়ে উঠেছে নগর বিএনপি’র কার্যক্রম। নগরীর প্রত্যেকটি থানা শাখায় তারা মতবিনিময় সভার আয়োজন করছে। এসব সভায় নেতাকর্মীদের উপস্থিতিও মিলছে চোখে পড়ার মতো।
জানা যায়, নতুন কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম জোরালো করতে নগরীর ১৫টি সাংগঠনিক থানায় ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছে নগর বিএনপি। এ কর্মসূচির আওতায় আলাদাভাবে প্রত্যেকটি থানায় মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। গেলো ১১ই সেপ্টেম্বর কোতোয়ালি থানার সমাবেশের মাধ্যমে শুরু হওয়া কর্মসূচির আওতায় ইতিমধ্যে ৭টি থানায় সমাবেশ হয়েছে। একদিন পরপর অনুষ্ঠিত টানা এ কর্মসূচি ৯ই অক্টোবর চকবাজার থানায় সমাবেশের মাধ্যমে শেষ হবে। প্রত্যেকটি সমাবেশে কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহাবুবর রহমান শামীম, নগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত থাকছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম নগর ও উত্তর জেলার বিএনপি’র যাবতীয় সভা-সমাবেশ নাসিমন ভবন কেন্দ্রিক হয়ে ওঠে। ওই বছরের ১১ই ফেব্রুয়ারি লালদীঘির মাঠে সমাবেশ করে দলটি। এরপর দীর্ঘ ১০ বছরে বাইরে কোনো সমাবেশ করতে পারেনি দলটি। এমনকি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ও তারা লালদীঘির মাঠসহ বড় কোনো স্থানে সমাবেশ করতে পারেনি। এ নিয়ে বেশ কয়েকবার সমাবেশ করার অনুমতি চেয়েও প্রশাসনের সাড়া পাননি। যদিও এই সময়ের মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন ঠেকানো, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সর্বশেষ ২টি সিটি করপোরেশন নির্বাচনে তারা স্থানীয়ভাবে নির্বাচনী মিছিল মিটিং করেছে।
এদিকে থানাভিত্তিক নতুন এই কর্মসূচি ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা। মামলা মোকাদ্দমার ভয়ে অনেকে দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সর্বশেষ গত বৃহস্পতিবার বায়েজিদ থানার মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ছিল সরব উপস্থিতি।
নাজমুল ইসলাম নামে বায়েজিদের এক যুবদল নেতা বলেন, ‘বিএনপি’র সমাবেশকে কেন্দ্র করে আমাদের নেতাকর্মীদের মধ্যেও উদ্দীপনা তৈরি হয়েছে। দীর্ঘদিন যোগাযোগ না রাখা অনেকেই এখন খোঁজখবর নিচ্ছেন। ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। এখন বড়দের মতো আমাদেরও যদি থানা পর্যায়ে প্রোগ্রাম করে কমিটি দেয়া হতো সেটি সামনের আন্দোলন সংগ্রামে কাজে আসতো।’
এদিকে হঠাৎ বিএনপি’র সরব হওয়ার বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী কর্নেল (অব.) আজিমুল্লাহ বাহার চৌধুরী মানবজমিনকে বলেন, নাসিমন ভবন চট্টগ্রাম বিএনপি’র কার্যালয়। এখানে নগর, উত্তর জেলা, দক্ষিণ জেলার সবাই আসে। তাই এই কার্যালয় কেন্দ্রিক সব কাজ নিয়ন্ত্রণ হওয়া স্বাভাবিক। আর মহানগরী পর্যায়ে থানাভিত্তিক যে সমাবেশ হচ্ছে তা দল গোছানোর কার্যক্রমের একটি অংশ। সামনে মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি হবে। এ নিয়ে তৃণমূল থেকে দল গোছানোর জন্য এই কর্মসূচি। এসব সমাবেশে প্রশাসনের বাধা পান কিনা জানতে চাইলে নগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ‘এগুলো আমাদের নিয়মতান্ত্রিক প্রোগ্রাম। থানাভিত্তিক বিভিন্ন কমিউনিটি সেন্টারে এগুলো হচ্ছে। সেখানে স্থানীয় প্রশাসনের অনুমতি নেয়া হচ্ছে। এদিকে হঠাৎ করে দলীয় কার্যালয়ের বাইরে গিয়ে সমাবেশের কারণ জানতে চাইলে নগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নাসিমন ভবন দলের মহানগর কার্যালয়। স্বাভাবিকভাবে দলীয় কার্যালয় কেন্দ্রিক কার্যক্রম পরিচালিত হয়। তবে সরকারের দমন পীড়নের কারণে নেতাকর্মীদের আউটডোর প্রোগ্রাম করা কষ্টকর ছিল। এরপরও আমরা রক্তচক্ষু উপেক্ষা করে মাঠে ছিলাম। এখন ১৫টি সাংগঠনিক থানায় আমরা প্রোগ্রাম করছি। এতে তৃণমূলের নেতাকর্মীদের যথেষ্ট সাড়া পাচ্ছি। মূলত দলকে গুছিয়ে নেয়ার জন্যই এই উদ্যোগ।’
ডা. শাহাদাত বলেন, দেশে এখন মানবাধিকার নেই। গণতন্ত্র নেই, মানুষের জীবনের নিরাপত্তা নেই। দেশের মানুষ এই স্বৈরাচার হতে মুক্তি চায়। তারা এখন বিএনপি’র নেতৃত্বের দিকে চেয়ে আছে। সামগ্রিক বিষয়ে আমরা শরিকদের সঙ্গেও  বসবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status