বাংলারজমিন

যশোরে কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, যশোর থেকে

২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ৮:১১ অপরাহ্ন

পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন- পিকেএসএফ’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় গতকাল যশোরে ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় চাইপাই রেস্তরাঁর হলরুমে আয়োজিত এই জব ফেয়ার ও আলোচনা অনুষ্ঠানে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর প্রেস ক্লাবের সহ-সভাপতি নূর ইসলাম। ঢাকা আহছানিয়া মিশন যশোর সেন্টারের ম্যানেজার অমিত দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- এমপ্লয়ার্স কমিটির সভাপতি ও স্মার্ট ব্লু ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ রানা, ঢাকা আহ্‌ছানিয়া মিশনের এডিকশন ম্যানেজমেন্ট ও ইন্টিগ্রেটড সেন্টারের কেন্দ্রীয় ব্যবস্থাপক মো. আমিরুজ্জামান, আহছানিয়া মিশন পলিটেকনিক কলেজের অধ্যক্ষ নাজমুল হুদাসহ বিভিন্ন শিল্প কলকারখানা ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, পরিচালক ও মানব সম্পদ কর্মকর্তাসহ প্রতিষ্ঠান প্রতিনিধিরা। এই অনুষ্ঠানে এসইআইপি, ট্রান্স-০২ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ ও এক্স গ্র্যাজুয়েটরা অংশগ্রহণ করেন। ঢাকা আহ্‌ছানিয়া মিশন টিভেট সেক্টরের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। তারা প্রতি বছর দক্ষ মানবসম্পদ তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। তাই অনুষ্ঠানের শুরুতেই প্রকল্প সম্পর্কিত তথ্য উপস্থাপন করেন আহ্‌ছানিয়া মিশন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের সেন্টার ম্যানেজার অমিত দাস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status