বাংলারজমিন

উন্নয়ন ও অগ্রগতির সময়ে একটি মহল ষড়যন্ত্রে নেমেছে: মেয়র জাহাঙ্গীর

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ৮:১১ অপরাহ্ন

জাতিসংঘের ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গাজীপুরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ। শুক্রবার বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত বিভিন্ন পয়েন্টে নগরের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে বোর্ড বাজার এলাকায় জমায়েত হয়। পরে নগর মেয়র এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আনন্দ র‌্যালির পর তারা সমাবেশ করেন। স্থানীয় ইউটিসি মাঠে আয়োজিত আনন্দ সমাবেশে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিটি মেয়র জাহাঙ্গীর আলম ছাড়াও সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা আবদুর রউফ নয়ন, এসএম মোকসেদ আলম, জেলা যুবলীগ সভাপতি এসএম আলতাফ হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মানুষের ভাগ্য পরিবর্তন করতে পদ্মা সেতু, মেট্রোরেল ও বিভিন্ন মেগা প্রজেক্টসহ সারাদেশে আজ হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড চলছে। প্রধানমন্ত্রীর আগ্রহ ও আন্তরিকতায় গাজীপুর সিটি করপোরেশনেও হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। চলতি বছরেও হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, দেশকে উন্নয়ন-অগ্রগতির শীর্ষে নিয়ে যাওয়ার কারণেই টেকসই উন্নয়নের জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে পুরস্কৃত করা হয়েছে। এওয়ার্ড দেয়া হয়েছে। এর মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী দেশের ১৮ কোটি মানুষের উপহারটি এনে দিয়েছেন। এই সম্মাননার মাধ্যমে বাঙালি জাতিকে মাথা আরও উঁচু করে দাঁড়ানোর পথ তৈরি করে দিয়েছেন আমাদের প্রিয় নেত্রী। এডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, ঠিক এই সময়ে গাজীপুরে উন্নয়ন অগ্রগতি ব্যাহত করতে একটি মহল আমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে নেমেছে। ষড়যন্ত্রকারীরা স্বাধীনতাবিরোধী চক্র জামাত-শিবিরকে সুবিধা করে দিতে চায়। মেয়র বলেন, আমার জীবনের বিনিময়ে হলেও জাতির পিতা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে অসম্মানিত হতে দেব না। কিন্তু কুচক্রী মহল আজকে আমার নামে মিথ্যা ফেসবুক আইডি খুলে, নানা প্রপাগাণ্ডা ছড়িয়ে আমাকে হেয় করার চেষ্টা করেছে। ষড়যন্ত্রকারীরা কোনদিনই সফল হয় না। এখানেও সফল  হবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status