খেলা

মৃত্যুর আগে রোনালদোকে লিসবনের জার্সিতে দেখতে চান তার মা

স্পোর্টস ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ৭:৪১ অপরাহ্ন

ফুটবল বিশ্বের এক অধিপতির নাম ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘ এক যুগ বল পায়ে দ্যুতি ছড়াচ্ছেন পর্তুগিজ সুপারস্টার। প্রতিনিয়ত গড়ছেন নতুন রেকর্ড। আর এই ‘সিআরসেভেন’ উপাখ্যানের সূতিকাগার পর্তুগালের ফুটবল ক্লাব স্পোর্টিং লিসবন। এই ক্লাব থেকেই ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন তরুণ রোনালদো। এরপর শুধুই ইতিহাস। রোনালদোর জননী, মারিয়া দোলেরেস আভেইরো চান শেকড়ে ফিরে যাক তার ছেলে। মৃত্যুর আগে রোনালদোকে আরও একবার লিসবনের জার্সিতে দেখতে চান তিনি।
বিশ্বের অন্যতম ফুটবলার রোনালদো। বর্ণিল ক্যারিয়ারে কুঁড়িয়েছেন জশ-খ্যাতি। তবে মা আভেইরোর একান্ত অনুগত সন্তান তিনি। মায়ের আবদারে অমত করেননি রোনালদোও। রোনালদোর মা দোলেরেস আভেইরো স্পোর্টিং লিসবনের ভক্ত। এক সাাক্ষাৎকারে তিনি বলেন, ‘রোনালদোকে এই ক্লাবে ফিরে আসতে হবে। যদি আমার হাতে বিষয়টি থাকতো তাহলে রোনালদো এখানে (লিসবন) আসতো। সে প্রায়ই এই ক্লাবের খেলা দেখে। আমি তাকে এরই মধ্যে বলেছি, মৃত্যুর আগে পুত্র আমি তোমাকে সিপিতে (লিসবন) দেখতে চাই। সে বলেছে, হ্যাঁ দেখা যাবে।’ শুধু তাই নয়, নাতি রোনালদো জুনিয়রকেও বাবার সঙ্গে লিসবনের জার্সিতে খেলতে দেখতে চান আভেইরো। দীর্ঘ ১২ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্পোর্টিং লিসবন থেকে তরুণ রোনালদোকে ওল্ড ট্রাফোর্ডে নিয়ে এসেছিলেন কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। আরও একবার প্রিয় গুরুর অনুরোধ রক্ষা করলেন রোনালদো। দুই বছরের জন্য যোগ দিলেন ম্যানইউতে। নিজের প্রথম ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে ২৫ ম্যাচ খেলেছেন রোনালদো। পর্তুগালের সকার ক্লাবটিতে যোগ দিলে চিরাচরিত সাত নম্বর জার্সি গায়ে জড়াবেন তো রোনালদো? বর্তমানে লিসবনের ৭ নম্বর জার্সিটি ব্যবহার করেন ব্রুনো তাবাতা নামের খেলোয়াড়। মজার ছলে উত্তরটাও দিয়েছেন রোনালদোর মা আভেইরো। তিনি বলেন, ‘এখন ৭ নম্বর জার্সিটি তাবাতা পড়ে। কিন্তু রোনালদো গেলে এটা তাকে হারাতে হবে।’ জোর গুঞ্জন উঠেছিল, জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন রোনালদো। তবে এমন কোনো শঙ্কা ছিলই না বলে দাবি, আভেইরোর। তিনি বলেন, ‘টেলিভিশনে রোনালদোর ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার খবর প্রকাশ হচ্ছিল। কিন্তু সে আমাকে বলেছিল, মা, চিন্তার কোনো কারণ নেই। আমি ম্যানইউতেই যাচ্ছি।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status