খেলা

আফগানদের বিপক্ষে ঘুরে দাঁড়ালো যুবারা

স্পোর্টস ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ৭:৪০ অপরাহ্ন

প্রথম ইনিংসে ব্যর্থ হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটাররা। আফগান যুবাদের বিপক্ষে গুটিয়ে যায় ১৬২ রানে। এরপর ব্যাট হাতেও নৈপুণ্য দেখায় সফরকারী আফগানরা। নিজেদের প্রথম ইনিংসে ২৮১ রান করে আগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল পায় ১১৯ রানের লিড।
সিলেটে একমাত্র চার দিনের টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ঘুরে দাঁড়িয়েছে ইয়ং টাইগাররা। ৪ উইকেটে ১৭০ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে আইচ মোল্লার দল। যুবাদের  লিড ৫১ রানের।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসেরও শুরুটা ভালো ছিল না অনূর্ধ্ব-১৯ দলের। প্রথম ইনিংসে ৩৭ রান করা ইফতেখার হোসেন। গতকাল রানের খাতা খোলার আগেই ফেরেন সাজঘরে। শুরুর বিপদ কাটে প্রান্তিক নওরোজ নাবিল আর খালিদ হাসানের ৫৭ রানের জুটিতে। খালিদ ২০ রান করে আউট হলে ভাঙে এই জুটি।
এরপর তৃতীয় উইকেটে নওরোজ নাবিল অধিনায়ক আইচ মোল্লাকে নিয়ে ৯১ রানের জুটি গড়েন।
তৃতীয় দিনে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করে আউট হন নাবিল। তার ১৬৬ বলের ইনিংসে ছিল ৭টি চারের মার। ১৪ বল খেললেও রানের খাতা খোলার আগেই ক্রিজ ছাড়েন উইকেটরক্ষক মাকসুদুর রহমান।
তবে ব্যাট হাতে দৃঢ়তা দেখান আইচ মোল্লা। ব্যক্তিগত ৪০ রান নিয়ে দিনশেষ করেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। ১০৮ রানের ইনিংসে আইচ মোল্লা হাঁকান ৩টা বাউন্ডারি। দিন শেষে ১৪ রানে অপরাজিত থাকেন আশরাফুল ইসলাম। আফগানিস্তানের হয়ে দুই উইকেট নেন নানগেলিয়া খারাটে। একটি করে উইকেট নেন বিলাল সামি ও জাহিদুল্লাহ সালামি। সিলেটে আনঅফিশিয়াল টেস্টে আট উইকেটে ২২৬ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে আফগানিস্তান যুবদল। আর গতকাল ম্যাচের তৃতীয় দিন সফরকারীদের বেশিদূর যেতে দেয়নি টাইগার যুবারা। ২৮১ রানে গুটিয়ে যায় আফগান্সিতান অনূর্ধ্ব-১৯ দলের ইনিংস। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বল হাতে ৩৬ ওভারের দীর্ঘ স্পেলে ৭০ রানে তিন উইকেট নেন অফস্পিনার আশরাফুল ইসলাম। অপর অফস্পিনার অধিনায়ক আইচ মোল্লা ১০ ওভারের স্পেলে মাত্র ৮ রান দিয়ে দুই উইকেট নেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status