খেলা

অপেক্ষা বাড়ছে মেসিভক্তদের

স্পোর্টস ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ৭:৪০ অপরাহ্ন

বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইঁতে যোগ দেয়ার পর বল পায়ে সময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। অফ ফর্মের সঙ্গে যোগ হয়েছে ইনজুরি। গত বুধবার মেতজের বিপক্ষে ম্যাচে পিএসজির স্কোয়াডে ছিলেন না মেসি। একই কারণে আজ মঁপেলিয়ের বিপক্ষে ম্যাচেও খেলতে পারবেন না আর্জেন্টাইন তারকা।
মঁপেলিয়ের বিপক্ষে ম্যাচে মেসির  না থাকার বিষয়ে অবশ্য আগেই ইঙ্গিত দিয়েছিলেন কোচ মাউরিসিও পচেত্তিনো। এর আগে পিএসজির আর্জেন্টাইন কোচ বলেন ‘মেসির সুস্থতাটাই আমার জন্য আসল ব্যাপার। দেখা যাক শনিবার মঁপেলিয়ের বিপক্ষে সে ফিরতে পারে নাকি। আমাদের ডাক্তাররা তার আরও পরীক্ষা-নিরীক্ষা করছে।’ মৌসুম শেষে পিএসজির সম্ভাবনা কেমন? এ নিয়ে পচেত্তিনো বলেছেন, ‘আমরা চ্যাম্পিয়নশিপের একদম শুরুতে আছি। এটা বলা কঠিন যে আমরা কোথায় শেষ করবো । এই চ্যাম্পিয়নশিপের একটা মান আছে। সব দলেরই ভালো সুযোগ আছে। আমি আবার বলছি, সাধারণভাবে আমি আমাদের পারফরম্যান্সে খুশি না।’
গত ১৯শে সেপ্টেম্বর লিগ ওয়ানে অলিম্পিক লিঁওর বিপেক্ষ ম্যাচের ৭৬তম মিনিটে মেসিকে মাঠ থেকে তুলেন নেন কোচ পচেত্তিনো। মাঠ ছাড়ার আগে মেসিকে এ জন্য অসন্তুষ্টও দেখা যায়। তবে খেলা শেষে কোচ পচেত্তিনো বলেন, আমাদের সামনে অনেক ব্যস্ত সূচি। মেসিকে নিয়ে আমরা ঝুঁকি নিতে চাই না। ওকে বিশ্রাম দিয়েছি।’ ওই ম্যাচে হাঁটুতে চোট পান মেসি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status