খেলা
টেবিল টেনিসের সঙ্গে স্ট্যাগ
স্পোর্টস রিপোর্টার
২০২১-০৯-২৫
বাংলাদেশের তরুণ ও মেধাবী খেলোয়াড়রা উন্নত প্রশিক্ষণের অভাবে অনেক সময় নিজেদের বিকশিত করতে পারেন না। হকি ছাড়া বাংলাদেশের অন্য কোনো ডিসিপ্লিনে ইউরোপে অনুশীলন ও খেলার সুযোগ তেমন ছিল না। এবার টেবিল টেনিস খেলোয়াড়রা সেই সুযোগ পাচ্ছে।
বিখ্যাত টেবিল টেনিস সামগ্রী উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান স্ট্যাগ ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের এক চুক্তি স্বাক্ষর হয়েছে। আগামী চার বছরের জন্য আন্তর্জাতিক মানের টেবিল, বল, নেট, খেলোয়াড়দের টি-শার্ট, ব্যাগ, আম্পায়ার টেবিল, ইত্যাদিসহ আরও বেশ কিছু সুযোগ-সুবিধা স্ট্যাগ ইন্টারন্যাশনালের মাধ্যমে পাবে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। গত মার্চে কাতারের দোহায় টিটির সহসভাপতি খন্দকার হাসান মুনীরের সঙ্গে এ সংক্রান্ত এক চুক্তি সই করেন বিশ্বখ্যাত টেবিল টেনিস সামগ্রী উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান স্ট্যাগ ইন্টারন্যাশনালের কো-চেয়ারম্যান এবং কমনওয়েলথ টিটি ফেডারেশনের চেয়ারম্যান বিবেক কোহলি। যা সম্প্রতি টিটির কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। এই চুক্তির ফলে আন্তর্জাতিক মানের টেবিল, বল, নেট, খেলোয়াড়দের টি-শার্ট, মোজা, ব্যাগ, আম্পায়ার টেবিল, স্কোরবোর্ড, এরিনাসহ আরো বেশ কিছু সুযোগ-সুবিধা পাবেন টিটি খেলোয়াড়রা। এছাড়া চারজন খেলোয়াড় প্রত্যেক বছর ৪০ দিন স্ট্যাগ ইন্টারন্যাশনালেন ইউরোপে অবস্থিত ট্রেনিং সেন্টারে বিনা খরচে প্রশিক্ষণ নিতে পারবে।
বিখ্যাত টেবিল টেনিস সামগ্রী উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান স্ট্যাগ ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের এক চুক্তি স্বাক্ষর হয়েছে। আগামী চার বছরের জন্য আন্তর্জাতিক মানের টেবিল, বল, নেট, খেলোয়াড়দের টি-শার্ট, ব্যাগ, আম্পায়ার টেবিল, ইত্যাদিসহ আরও বেশ কিছু সুযোগ-সুবিধা স্ট্যাগ ইন্টারন্যাশনালের মাধ্যমে পাবে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। গত মার্চে কাতারের দোহায় টিটির সহসভাপতি খন্দকার হাসান মুনীরের সঙ্গে এ সংক্রান্ত এক চুক্তি সই করেন বিশ্বখ্যাত টেবিল টেনিস সামগ্রী উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান স্ট্যাগ ইন্টারন্যাশনালের কো-চেয়ারম্যান এবং কমনওয়েলথ টিটি ফেডারেশনের চেয়ারম্যান বিবেক কোহলি। যা সম্প্রতি টিটির কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। এই চুক্তির ফলে আন্তর্জাতিক মানের টেবিল, বল, নেট, খেলোয়াড়দের টি-শার্ট, মোজা, ব্যাগ, আম্পায়ার টেবিল, স্কোরবোর্ড, এরিনাসহ আরো বেশ কিছু সুযোগ-সুবিধা পাবেন টিটি খেলোয়াড়রা। এছাড়া চারজন খেলোয়াড় প্রত্যেক বছর ৪০ দিন স্ট্যাগ ইন্টারন্যাশনালেন ইউরোপে অবস্থিত ট্রেনিং সেন্টারে বিনা খরচে প্রশিক্ষণ নিতে পারবে।