অনলাইন

দেশে ফিরলেন আ স ম রব

স্টাফ রিপোর্টার

২৪ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার, ৫:৩৬ অপরাহ্ন

প্রায় পাঁচ মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর দেশে ফিরলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। শুক্রবার বিকাল পৌনে পাঁচটায় কাতার এয়ার ওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরেন মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন আ স ম আবদুর রব এর ব্যক্তিগত সহকারী মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, চিকিৎসা শেষ করে অনেক আগেই দেশে ফেরার কথা ছিলো ওনার। কিন্ত ফ্লাইট জটিলতার কারণে আসতে দেরি হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আ স ম রবের সঙ্গে দেশে ফিরেছেন তার স্ত্রী তানিয়া রব।

উল্লেখ্য যে, গত ৯ মে ভোর ৪টা ১০ মিনিটে কাতার এয়ার ওয়েজের একটি ফ্লাইটে করে নিয়মিত রুটিন চেকআপের জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে স্বস্ত্রীক ঢাকা ছাড়েন আ স ম আবদুর রব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status