খেলা

লা মাসিয়ার ট্রায়ালে ব্যর্থ হওয়া দেমির নাম লেখালেন বার্সেলোনায়

স্পোর্টস ডেস্ক

২০২১-০৯-২৪

লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তাদের মতো ফুটবলার গড়ে তোলা লা মাসিয়ায় ফুটবলের পাঠ নিতে চেয়েছিলেন এমরে দেমির। ২০১৭ সালে ১৩ বছর বয়সে এসেছিলেন বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায়। ট্রায়ালে দেমিরকে পছন্দ হয়নি লা মাসিয়ার কোচিং স্টাফদের। ফিরে যান তুরস্কে। দেশটির শীর্ষ লীগে নিজেকে প্রমাণ করেছেন মাত্র ১৫ বছর বয়সেই। কায়সেরিস্পোরের জার্সিতে ১৫ বছর বয়সে টার্কি লীগে অভিষেক। অভিষেক মৌসুমেই পান গোলের দেখা। বনে যান তুরস্ক লীগের সর্বকনিষ্ঠ গোলদাতা। লা মাসিয়ার ট্রায়ালে ব্যর্থ দেমিরকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। কাতালানদের খরচ হয়েছে ২০ লাখ ইউরো।
বার্সেলোনায় খেলছেন আরেক দেমির। তুর্কি বংশোদ্ভূত এই অস্ট্রিয়ান এরই মধ্যে নিজেকে অপরিহার্য করে তুলেছেন। ১৮ বছর বয়সী এই উইঙ্গারকে বার্সেলোনা এনেছিল ‘বি’ দলের জন্য। তবে প্রতিভার ছাপ রেখে মূল দলে জায়গা করে নিয়েছেন।
লিওনেল মেসির বিদায়ের পর ‘নতুন মেসি’র সন্ধানে বার্সেলোনা। আনসু ফাতি, ইউসুফ দেমিরকে ঘিরে সেই স্বপ্ন বুনছে কাতালানরা। যিনি মেসির মতোই বাঁ পায়ের খেলোয়াড়, আক্রমণভাগের যেকোনো পজিশনে খেলতে পারে। এমরে দেমিরের মধ্যেও সম্ভাবনার আলো দেখেছে তারা। ১৭ বছর বয়সী এই তুর্কি ফরোয়ার্ডের সঙ্গে পাঁচ বছরের চুক্তি বার্সেলোনার। রিলিজ ক্লাজ নির্ধারণ করেছে ৪০০ মিলিয়ন ইউরো। এমরে দেমির চলমান টার্কি লীগ শেষে যোগ দেবেন বার্সেলোনায়। তিনি খেলবেন বার্সেলোনা ‘বি’ দলের হয়ে। সেখানে প্রমাণ করতে পারলেই মিলবে মূল দলে খেলার সুযোগ।
তৃতীয় তুর্কি ফুটবলার হিসেবে বার্সেলোনায় এমরে দেমির। এর আগে বার্সেলোনায় খেলেছেন ২০০২ বিশ্বকাপের অন্যতম সেরা গোলরক্ষক রুস্তু রেকবার ও আরদা তুরান। যদিও বার্সেলোনার জার্সিতে আলো ছড়াতে পারেননি দু’জন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status