বিশ্বজমিন

কি কথা তার সঙ্গে!

মানবজমিন ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার, ৯:২৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমালা হারিসের সঙ্গে ওয়াশিংটনে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান কোন সরকারি কর্মকর্তার সাথে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক ছিল এটি। উল্লেখ্য যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। একই সাথে এশিয়ান ও কৃষ্ণাঙ্গ বংশোদ্ভূত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যুক্তরাষ্ট্রের প্রথম ভাইস প্রেসিডেন্ট তিনি। ঐতিহ্যময় এ পদে আসীন হওয়ার কারণে তাকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি। এ সময় তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় জনগণ তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষায় আছে বলে মন্তব্য করেন মোদি। উল্লেখ্য যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কারণে গত নভেম্বরে ভারতের থুলাসেন্দ্রাপুরাম গ্রামে স্থানীয় অধিবাসী এবং আত্মীয়রা আতশবাজির উৎসব করেন। রাস্তায় মিছিল করে তার বিজয়কে উদযাপন করেছেন। আজ শুক্রবার তিনদিনের যুক্তরাষ্ট্র সফর শেষ হচ্ছে মোদির। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার প্রথম সাক্ষাৎ হওয়ার কথা এদিন। এই আলোচনা এমন এক সময়ে হতে যাচ্ছে যখন আফগানিস্তানের তালেবানরা নতুন সরকার কাঠামো প্রতিষ্ঠা করেছে। গত ১৫ই আগস্ট রাজধানীসহ আফগানিস্তানের সরকার ব্যবস্থা এবং সরকার কাঠামো দখল করে তালেবানরা। এ মাসের শুরুতে তালেবান সরকারের মুখপাত্র বিবিসিকে জানিয়েছিলেন তারা ভারত-শাসিত কাশ্মীর ও কাশ্মীরের মুসলিমদের উদ্বেগের বিষয়টি তুলে ধরতে চায়। কাশ্মীরের একাংশের নিয়ন্ত্রণ করে ভারত এবং অন্য অংশের নিয়ন্ত্রণে রয়েছে পাকিস্তান। কিন্তু উভয় দেশেই পুরো কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে। যুক্তরাষ্ট্রের ২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় কাশ্মীরে স্বায়ত্তশাসন বাতিলের নরেন্দ্র মোদির সিদ্ধান্তের নিন্দা জানিয়ে ছিলেন কমালা হ্যারিস। মঙ্গলবারের বৈঠকে তারা এই ইস্যুতে আলোচনায় তুলেছিলেন কিনা সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি । রিপোর্টে আরো বলা হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকে নরেন্দ্র মোদী কোয়াড বিষয় উত্থাপন করতে পারেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status