ভারত

আট হাজার কোটি টাকা দামের বিমানে মোদির মার্কিন সফর, বিতর্কের ঢেউ ভারতজুড়ে

বিশেষ সংবাদদাতা

২৪ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার, ৯:২২ পূর্বাহ্ন

আট হাজার কোটি টাকা দামের বিমানে চড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনদিনের আমেরিকা সফরে গেছেন, কিন্তু তার এই বিলাসবহুল সফর ঘিরে ভারতে কিন্তু বিতর্কের ঢেউ উঠেছে। এয়ারফোর্স-ওয়ান নামের এই বোয়িং-777  বিমানটি ভারত সরকার সম্প্রতি কিনেছে আট হাজার কোটি টাকা দিয়ে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি তাদের বিদেশ সফরে ব্যবহার করবেন এই বিমান। নিরাপত্তার সর্বাধুনিক ব্যবস্থা সম্বলিত এই বিমানে আছে লার্জ এয়ারক্রাফট  ইনফ্রারেড কাউন্টার মেসার যা যে কোনো ধরণের মিসাইল হানা রুখতে সক্ষম। এছাড়াও এই বিমানে আছে সেলফ প্রটেকশন সুট যা রাডার-এর হাত থেকে বিমানকে রক্ষা করবে। মাঝ আকাশ থেকে এই বিমানে অডিও - ভিডিও মিটিং করার সুযোগ আছে। একটি অত্যাধুনিক কনফারেন্স রুম ছাড়াও আছে আধুনিক মেডিক্যাল রুম অপারেশন থিয়েটার সমেত। প্রয়োজনে মাঝ আকাশে বাইপাস সার্জারিও করা সম্ভব এই বিমানে। প্রধানমন্ত্রীর শয়নকক্ষ ছাড়াও বিমানে আছে ডাইনিংরুম। একটানা ১৭ ঘণ্টা উড়তে পারে এই বিমান। এই বিমান ওড়াচ্ছেন দু’জন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট। প্রশ্ন উঠেছে, আমেরিকা যাওয়ার জন্যে এই করোনাকালে প্রধানমন্ত্রী তার বিদেশ সফরে এত টাকা ব্যয় করলেন কেন? সাধারণ বিমানে বিশেষ ব্যবস্থা নিয়ে তিনি কি পাড়ি দিতে পারতেন না আমেরিকায়?
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status