বাংলারজমিন

ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ

চাঁদপুর মাদকের সহকারী পরিচালকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুর প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার, ৯:০২ অপরাহ্ন

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের জহির মিজি নামে এক কাপড় ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমসহ ৭ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। চাঁদপুর সদর আমলী আদালতে কাপড় ব্যবসায়ী জহির মিজি গত মঙ্গলবার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি সিআইডিকে তদন্তের দায়িত্ব দিয়েছেন ও ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০২০ সালের ৫ই ডিসেম্বর সকালে জহির বাড়ি থেকে বের হয়ে চৌরাস্তায় আসার পথে পূর্বপরিকল্পিতভাবে প্রথম আসামি হাজির হলে দ্বিতীয় আসামি জামাল গাজীসহ তারা ২-৩ জন জহিরকে ঘেরাও করে গুরুতর আঘাত করে। এ সময় জহিরের সঙ্গে থাকা ৫ লাখ ৬০ হাজার টাকার ব্যাগসহ ছিনিয়ে নিয়ে যায়। পরিকল্পিতভাবে জহির মিজিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২০ পিস ইয়াবা জব্দ দেখিয়ে মিথ্যা মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়। এই ঘটনায় মামলার প্রধান সাক্ষী মোক্তার আহম্মেদ বিষয়টি নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের বরাবরে একটি অভিযোগ দেন। এ ঘটনায় মহাপরিচালক বিভাগীয় কার্যালয় চট্টগ্রামকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। গত ২৪শে জুন বিভাগীয় তদন্ত করে প্রতিবেদন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির আখন্দ। তিনি ঘটনাস্থল পরিদর্শন, আসামিদের জবানবন্দিসহ বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রতিবেদন দাখিল করেন। কাপড় ব্যবসায়ী জহির মিজি ঘটনার শিকার বলে উল্লেখ করা হয় এবং জহির মিজিকে মাদক দিয়ে ফাঁসিয়ে মিথ্যা মামলায় জড়ানোর ঘটনায় তদন্ত সাপেক্ষে অভিযুক্ত সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলমের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করা হয়। মামলার বাদী জহির মিজি দীর্ঘদিন নিরপরাধ হয়ে জেল খেটে বের হয়ে প্রকৃত ঘটনাটি উদঘাটন করতে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়ের করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status