বাংলারজমিন

৬ দফা দাবিতে সিলেটে পরিবহন ধর্মঘটের হুমকি

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৪ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার, ৯:০২ অপরাহ্ন

সিলেটে সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে ট্রাফিক পুলিশের মামলা বন্ধসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি: নং-৭০৭ এর সভাপতি এবং সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আহমদ বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে সরকার লকডাউন ঘোষণা করে। তারপর পরিবহন বন্ধ হয়ে যায়। পরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা রোজগার না করতে পারায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করে। মানববন্ধনে বক্তারা ৬ দফা দাবি উপস্থাপন করেন। সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহ মো. দিলওয়ার হোসেনের সভাপতিত্বে ও  জেলা কমিটির সদস্য রাজা আহমদ রাজার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতি-২৭৮৫ এর কার্যকরী সভাপতি জামিল আহমদ, সহ-সভাপতি ইকবাল আহমদ চৌধুরী সাহাব, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো. বুলবুল আহমদ, অর্থ সম্পাদক মো. হানিফ মিয়া, সমাজকল্যাণ সম্পাদক মো. বেলাল আহমদ, প্রচার সম্পাদক ইহসানুল হক সানুর, সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন-৭০৭ এর কার্যকরী কমিটির সভাপতি মো. সুন্দর আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, দপ্তর সম্পাদক কাওছার আহমদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য মো. লিটন আহমদ, কল্যাণ সম্পাদক মো. মন্নান মিয়া।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status