শেষের পাতা

তিন বিভাগের নেতাদের সঙ্গে বিএনপি’র বৈঠক

স্টাফ রিপোর্টার

২৪ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার, ৮:৫৮ অপরাহ্ন

দলের ভবিষ্যৎ করণীয় ঠিক করতে সিরিজ বৈঠক করেছে বিএনপি। এরই অংশ হিসেবে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দলটির নির্বাহী কমিটি সদস্য ও জেলা সভাপতির সঙ্গে বৈঠকে বসে বিএনপি’র হাইকমান্ড। গতকাল বিকাল ৪টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। সভায় ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে দুই দফায় দল ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করলো বিএনপি। বৈঠক সূত্রে জানা যায়, প্রত্যেক সদস্যই বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেয়ার পক্ষে মত দিয়েছেন। সবার যুক্তি ছিল, এভাবে নির্বাচনে অংশ নেয়ার মানে নিশ্চিত পরাজয়। তারা ২০১৮ সালের নির্বাচনের মতো ভোটের ফল আগের রাতেই নিয়ে নেবে। তাই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের জন্য আন্দোলনে নামতে হবে। এর জন্য যুগপৎ আন্দোলন করতে গিয়ে যদি জোটের পরিধি বাড়ানোর দরকার হয়, তাহলে তাই করতে হবে। একইসঙ্গে বিএনপি’র সিনিয়র নেতাদের কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। আন্দোলনের পাশাপাশি নিরপেক্ষ সরকারের জন্য কূটনৈতিক সমর্থনও আদায় করতে হবে বিএনপিকে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৈঠকে অংশ নেয়া ৮৬ জনের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- নজরুল ইসলাম মোল্লা, নাজিম উদ্দীন আলম, হাফিজ ইব্রাহিম, আবুল হোসেন, মেসবাহউদ্দিন ফরহাদ, আব্দুস সোবহান, গাজী নুরুজ্জামান বাবুল, আলমগীর হোসেন, হাসন মামুন, রফিকুল ইসলাম মাহতাব, হায়দার আলী লেলিন, দুলাল হোসেন, গোলাম নবী আলমগীর, নাসের রহমতুল্লাহ, এলিজা জামান, কামরুল ইসলাম সজল, ডা. শহীদ হাসান, আবদুর রশিদ চুন্নু মিয়া, মাসুদ অরুণ, শহিদুল ইসলাম, রেজা আহমেদ বাচ্চু মোল্লা, শহীদুজ্জামান বল্টু, আবদুল ওয়াহাব, শাহানা রহমান রানী, টিএস আইয়ুব, আবুল হোসেন আজাদ, মতিউর রহমান ফরাজি, বিশ্বাস জাহাঙ্গীর আলম, শেখ মজিবুর রহমান, অহিদুজ্জামান দীপু, সাহাবুজ্জামান মোর্তজা, শফিকুল আলম মনা, মনিরুজ্জামান মনি, কাজী আলাউদ্দিন, ডা. শহীদুল আলম, মীর রবিউল ইসলাম লাভলু, খান রবিউল ইসলাম রবি, সৈয়দ সাবেরুল হক সাবু, সাবরা নাজমুল মুন্নী, ফরিদা ইয়াসমিন, রাগিব রউফ চৌধুরী, আবু সাঈদ, আয়েশা সিদ্দিকা মনি, নার্গিস ইসলাম, এটিএম আকরাম হোসেন তালিম, ইফতেখার আলী, হাফিজুর রহমান, গোলাম মোস্তফা, মাহবুবুর রহমান হারিছ, লাভলী রহমান, আলী আজগর হেনা, শামসুল আলম প্রামাণিক, এ কে এম মতিউর রহমান মন্টু, এম আকবর আলী, এ কে এম সেলিম রেজা হাবিব, সিরাজুল ইসলাম সরদার, আব্দুল মতিন, আবু বকর সিদ্দিক, জয়নাল আবেদীন চান, গোলাম মোহাম্মদ সিরাজ, সীনকী ইমাম খান, জহুরুল ইসলাম বাবু এ কে এম আনোয়ারুল ইসলাম, সাইদুর রহমান বাচ্চু, ফয়সাল আলীম, রমেশ দত্ত, দেবাশীষ মধু রায়, আনোয়ার হোসেন বু্‌লু, রোমানা মাহমুদ, শামসুল হক প্রমুখ।
বৈঠকে শোক প্রস্তাব উপস্থাপন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স। প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বৈঠকটি সঞ্চালনা করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status