খেলা

পাকিস্তান-বাংলাদেশকেই সবাই ‘না’ করে, ভারত হলে করতো না

স্পোর্টস ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার, ৮:২৯ অপরাহ্ন

নিরাপত্তার অজুহাতে ক’দিন আগে সফর বাতিল করে পাকিস্তান থেকে দেশে ফিরে গেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।  আর ‘জৈব সুরক্ষাবলয়ে থেকে অবসাদে ভুগছেন ক্রিকেটাররা’- এমন কথা বলে পাকিস্তানকে না করে দিয়েছে ইংল্যান্ডও। পুরুষ ও নারীÑ ইংল্যান্ডের উভয় দলেরই যাওয়ার কথা ছিল পাকিস্তান সফরে। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা বলেছেন, ‘পাকিস্তানকে ব্যবহার করে ফেলে দেয়া হয়েছে ডাস্টবিনে।’ আর অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাজা বলছেন, এসব কিছুর পেছনে আছে টাকার হাত। পাকিস্তান বা বাংলাদেশকেই সবাই ‘না’ করতে পারে, ভারত হলে এমন করতে পারতো না কেউ।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। তবে সম্প্রতি পিসিবি’র জোর চেষ্টায় সেখানে ফিরতে শুরু করেছিল আন্তর্জাতিক দলগুলো। প্রায় ১৮ বছর পর পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল নিউজিল্যান্ডের, ইংল্যান্ডের যাওয়ার কথা ছিল ১৬ বছর পর।

পিসিবি বরাবরই বলে আসছে, নিরাপত্তার নির্দিষ্ট কোন হুমকির কারণে সফর বাতিল করেছে নিউজিল্যান্ড সেটা বলা হয়নি তাদের। ইংল্যান্ডও সরাসরি নিরাপত্তার ইস্যুর কথা বলেনি। এদিকে পাকিস্তানের বৃটিশ হাইকমিশন জানিয়েছে, সফর বাতিল করার সিদ্ধান্তের পুরোটাই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের। দেশটির নাগরিকদের পাকিস্তান সফর না করার ব্যাপারে কোনো পরামর্শ দেয়নি তারা।
এসব কিছুর পর পাকিস্তানি বংশোদ্ভূত অজি ক্রিকেটার উসমান খাজা বলেন, ‘আমার মনে হয়, খেলোয়াড় ও বোর্ডগুলোর পাকিস্তানকে না বলাটা খুবই সহজ। কারণ, দেশটার নাম পাকিস্তান। আমার ধারণা, বাংলাদেশের ক্ষেত্রেও এমনই হয়। তবে এমন পরিস্থিতিতে পড়লে কেউই ভারতকে না বলবে না।’

উসমান খাজা বলেন, ‘আসলে টাকা কথা বলে। আমরা সবাই জানি এটা, হয়তো এসব কিছুর পেছনে বড় একটা হাত সেটারও আছে। বারবার তারা (পাকিস্তান) টুর্নামেন্ট আয়োজন করে দেখিয়েছে, ক্রিকেট খেলার জন্য জায়গাটা নিরাপদ। না যাওয়ার পেছনেও কোনো কারণ পাচ্ছি না আমি।’

এরপর ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ারও সফর করার কথা পাকিস্তানে। তবে নিউজিল্যান্ড-ইংল্যান্ডের সফর প্রত্যাহারের সিদ্ধান্তের পর অস্ট্রেলিয়ার পাকিস্তান যাওয়াটাও অনিশ্চিত হয়ে পড়েছে। রমিজ নিজেই জানিয়েছেন, অস্ট্রেলিয়ারও পাকিস্তান সফর প্রত্যাহার করার সম্ভাবনা বেশি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়াও ‘ফাইভ আইজ ইন্টেলিজেন্স অ্যালায়েন্স’- নামের গোয়েন্দা সংস্থার অন্তর্ভুক্ত। নিরাপত্তাসংক্রান্ত তথ্য ‘শেয়ার’ করে এসব দেশ। উসমান খাজা বলেন, ‘সবাই সেখানে নিরাপদ বোধ করে, আমি বরাবর এটাই শুনে এসেছি। এ ছাড়া অন্য কিছু না। যারা পিএসএলে (পাকিস্তান সুপার লীগ) খেলে, তারাও বলেছে একই কথা। ১০ বছর আগে হয়তো অনিশ্চয়তা ছিল, তবে এখন সেখানে যাওয়ার ব্যাপারে সবাই শতভাগ নিশ্চিত। ১৯৯৮ সালের পর পাকিস্তান সফর করেনি অস্ট্রেলিয়া।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status