বিনোদন

দুবাই সফরে ববি

স্টাফ রিপোর্টার

২০২১-০৯-২৪

করোনার কারণে গত দেড় বছর কাজ থেকে দূরে ছিলেন চিত্রনায়িকা ববি। অনেকদিন পর আবার কাজে ফিরেছেন এই তারকা। সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন। এবার দুবাই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ববি। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেকদিন করোনা মহামারির কারণে কাজ করা হয়নি। নতুন উদ্যমে আবার কাজ শুরু করেছি। বিজ্ঞাপনের পর নতুন একটি শোতে পারফর্ম করতে ২৭ অথবা ২৮শে সেপ্টেম্বর ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা করবো। সেখানে এনআরবি পুরস্কার নামের এক উৎসবে পারফর্ম করবো আমি। দুবাই থেকে ফিরে রশিদ পলাশের পরিচালনায় ‘ময়ূরপঙ্খী’ নামের ওয়েব ফিল্মের কাজ শুরু করবো। দুবাই যাওয়ার আগে সিনেমার লুক সেট করার কথা রয়েছে। এদিকে, দুবাইয়ের এই উৎসবে ববির বাইরে ফেরদৌস ও পূর্ণিমারও যাওয়ার কথা রয়েছে। গত সপ্তাহে ববি আশুলিয়ার বিরুলিয়াতে একটি টিভিসিতে মডেল হিসেবে কাজ করেন। নিম বিউটি সোপের এই বিজ্ঞাপনটি তৈরি করছেন রেহমান খলিল। এদিকে, কলকাতায় জয়দীপ মুখার্জির ‘রক্তমুখী নীলা’- ছবিতে কিছুদিন আগে অভিনয় করেন তিনি। সামনে ‘বৃদ্ধাশ্রম’- ছবিটি মুক্তি পাবে তার। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সংগীতশিল্পী এসডি রুবেল। অনুদানের এ ছবি পরিচালনা করেছেন স্বপন চৌধুরী। এদিকে, ববি তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ববস্টার ফিল্মস’-এর নামে ইউটিউব চ্যানেল খুলেছেন। সেখানে ‘বিজলী’ ও ‘নোলক’- ছবির গানগুলো প্রকাশ করেছেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status