খেলা

বিপদের সময় আফগানিস্তানকে পাশে পেলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার, ১:০১ অপরাহ্ন

নিরাপত্তা শঙ্কায় সিরিজ না খেলেই পাকিস্তান ত্যাগ করেছে নিউজিল্যান্ড। একই পথে হাঁটলো ইংল্যান্ডও। দুই দলের এমন সিদ্ধান্তে বেজায় চটেছেন পাকিস্তানের সাবেক-বর্তমান ক্রিকেটাররা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা বলছেন, ব্যবহার করে ডাস্টবিনে ফেলে দেয়া হয়েছে তাদেরকে। পিসিবির ঘোর বিপদের সময়ে পাশে দাঁড়াতে চায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। পাকিস্তানের সঙ্গে খেলতে চায় ওয়ানডে সিরিজ।
গত বছর ভরা করোনার মধ্যেও ইংল্যান্ড সফরে গিয়েছিল পাকিস্তান। যা ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আর্থিক ফায়দার কারণ ছিল। কিন্তু বিপদের সময় ইসিবিকে পাশে পেলো না পিসিবি। রমিজ রাজা বলেছেন, ‘ইংল্যান্ডের না আসার সিদ্ধান্তে আমি হতাশ। এটা আরেকটি ক্রিকেট বোর্ডকে সহায়তা করার মতো ব্যাপার ছিল।’
এমন সময় আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আজিজুল্লাহ ফজলি দিলেন সুসংবাদ। তবে পাকিস্তানে নয়, নিজেদের মাটিতে আয়োজন করতে সিরিজ আয়োজন করতে চায় এসিবি।
সংবাদসংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে আজিজুল্লাহ ফজলি বলেন, ‘২৫শে সেপ্টেম্বর পাকিস্তানে যাচ্ছি আমি। সেখানে গিয়ে আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে দেখা করব। আমাদের দেশে ওয়ানডে সিরিজ খেলার জন্য তাদের প্রস্তাব দেবো। ’
পাকিস্তানের পর বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের সঙ্গে সিরিজ আয়োজন করতে চায় আফগানিস্তান। আজিজুল্লাহ ফজলি বলেন, ‘এরপর বাংলাদেশ, ভারত, আরব আমিরাতের ক্রিকেট বোর্ডের সঙ্গেও আলোচনায় বসব।’
এর আগে যোগাযোগ সমস্যার কারণে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারেনি আফগানিস্তান। এরপর করোনা মহামারির কারণে বাতিল হয়েছে শ্রীলঙ্কা সফর। এ সিরিজটি ২০২৩ বিশ^কাপের বাছাইপর্বের অংশ ছিল। এমতাবস্থায় আফগানিস্তান ক্রিকেটের উন্নতির প্রচেষ্টার কথা জানিয়ে আজিজুল্লাহ ফজলি বলেন, ‘অন্যান্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে আমরা আফগানিস্তান ক্রিকেটের উন্নয়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
তালেবান সরকার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলেনি আফগানিস্তান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status