বিশ্বজমিন
দরিদ্র পরিবার থেকে উঠে আসা অটো ড্রাইভার জিতলেন ১২ কোটি রূপির লটারি
মানবজমিন ডেস্ক
২০২১-০৯-২১
পুরো দিন ধরে উত্তেজনা আর গুজবের পর অবশেষে জানা গেলো ওনাম বাম্বার কেরালা লটারির আসল জয়ীকে। ১২ কোটি রূপির এই লটারি জিতেছেন অটো চালক জয়পালান পি আর। তিনি কোচির মারাদু এলাকার বাসিন্দা আর অটো চালান মারাদুর আম্বেদকার জংশনে। দরিদ্র পরিবারে জন্ম জয়পালান কঠিন পরিশ্রম করে উঠে এসেছেন। তিনি তার ৯৫ বছর বয়সি মা লক্ষ্মী বাইসহ পুরো পরিবারের দায়িত্বে আছেন। তার আছে দুই সন্তানও। তাদের একজন ইলেক্ট্রিশিয়ান এবং অন্যজন হোমিও চিকিৎসক। তার স্ত্রী মানি চত্তানিকারা হোমিও হাসপাতালে ঝাড়ুদারের কাজ করেন। জয়পালান বলেন, ১০ সেপ্টেম্বর জংশনের কাছ থেকে আমি এই লটারি কিনেছি। আমার তখনই মনে হয়েছিল এই সংখ্যাটা জাদুকরী। যখন পুরষ্কারজয়ী নাম্বারটি নিয়ে নানা গুজব ছড়িয়ে পরেছিল তখনও তিনি সারাদিন চুপ করে ছিলেন। যদিও তিনি জানতেন তার কাছেই আছে আসল পুরস্কারজয়ী লটারিটি। এত বড় পুরষ্কার জয়ের পরেও জয়পালানকে দেখা গেছে একদম শান্ত ভঙ্গিতে। তিনি বলেন, আমি গাড়ি ও বাড়ির জন্য ঋণ নিয়েছি, তা পরিশোধ করতে হবে। বাকি অর্থ আমি কীভাবে ব্যয় করবো তা পুরো পরিবারের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। জয়পালান নিজেকে বিজয়ী ঘোষণা করার আগে অনেকেই লটারি জয়ের দাবি করেছিলেন। তবে পরে জানা যায় জয়পালানই আসল লটারি জয়ী।