দেশ বিদেশ

ভারতে পাচারের শিকার ৩৭ নারী-শিশু ফিরেছে

কূটনৈতিক রিপোর্টার

২১ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ৮:৪৬ অপরাহ্ন

পশ্চিমবঙ্গের বিভিন্ন সেফ হোমে দীর্ঘদিন ধরে আটকে থাকা ৩৭ বাংলাদেশি নারী ওই শিশুকে দেশে ফেরত পাঠানো হয়েছে। কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের অধীনে প্রতিষ্ঠিত নারী ও শিশু পাচার রোধ বিষয়ক বিশেষ টাস্কফোর্সের যৌথ উদ্যোগে তাদের ফেরানো হয়। কলকাতার বাংলাদেশ মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়- ভারতে পাচারের শিকার সাঁইত্রিশজন নারী ও শিশুকে ২০শে সেপ্টেম্বর পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে প্রায় দেড়শতাধিক বাংলাদেশি নারী ও শিশু বিভিন্ন সময়ে পাচার হয়ে কিংবা অবৈধভাবে বা ভুলক্রমে ভারতে এসে আটক হয়ে বিভিন্ন সেফ হোমে অবস্থান করছেন। আটককৃত এ সব নারী ও শিশুদের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টর অব চাইল্ড রাইটস অ্যান্ড ট্রাফিকিং বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতাকে যথাযথ প্রক্রিয়ায় অবহিত করে। বাংলাদেশ মিশনের প্রতিনিধিরা এসব সেফ হোমসমূহ পরিদর্শন করে আটককৃত বাংলাদেশি নারী ও শিশুদের তথ্য সংগ্রহ করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া সম্পাদনের পর বাংলাদেশ উপ-হাইকমিশন ট্রাভেল পারমিটের প্রমাণিকরণ, ডকুমেন্টেশন ইস্যু করে দ্রুততম সময়ের মধ্যে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা গ্রহণ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মিশন এবং পশ্চিমবঙ্গের নারী ও শিশু পাচার রোধকল্পে প্রতিষ্ঠিত বিশেষ টাস্কফোর্সের যৌথ উদ্যোগে গৃহীত পদক্ষেপের কারণে বছরের পর বছর ভারতের বিচারিক আদালতের মামলার কারণে বিভিন্ন সেফ হোমে আটকে থাকা এই সব নারী ও শিশুর সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। উল্লেখ্য, ইতিপূর্বে ২০২১ সালের ২৫শে জানুয়ারি আরও ৩৮ জন নারী ও শিশুকে ফেরত পাঠানোর পর বড় পরিসরে এই ধরনের এটি দ্বিতীয় প্রত্যাবাসন প্রক্রিয়া এবং আটককৃত অবশিষ্ট বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে নেয়ার এই প্রক্রিয়া চলমান থাকবে। বাংলাদেশ মিশনের প্রথম সচিব (রাজনৈতিক) ও দূতালয় প্রধান শামীমা ইয়াসমীন স্মৃতি এবং প্রথম সচিব (রাজনৈতিক) মো. সানিউল কাদেরসহ বাংলাদেশ উপ-হাইকমিশনের একটি বিশেষ প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় জেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে ৩৭ জন নারী ও শিশুকে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করে। বাংলাদেশে প্রত্যাবাসনকৃত এই ৩৭ জনের মধ্যে ৪ জন পূর্ণবয়স্ক নারী রয়েছেন। বাকিদের বয়স ১৮ বছরের নিচে। তারা ভারতের বিভিন্ন সেফ হোমে প্রায় দুই বছর থেকে পাঁচ বছর পর্যন্ত আটকা ছিলেন। বেনাপোল- পেট্রাপোল পোর্টে তাদের হস্তান্তরকালে পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন সংস্থা, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, বিজিবি এবং বিএসএফ সহ বাংলাদেশের বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status