বাংলারজমিন

ময়মনসিংহে নারী পুলিশকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

২১ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ৮:৩৩ অপরাহ্ন

ময়মনসিংহ সদর উপজেলার চর ভবানীপুরের গ্রামের বাড়িতে মাতৃত্বকালীন ছুটিতে এসে প্রতিপক্ষের রামদা’র কোপে পুলিশ সদস্য সুমাইয়া খাতুন গুরুতর জখম হওয়ার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলেন- আজিজুল হক (৫২), সারোয়ার (২৭), আবুল কালাম (৩৫) ও মঞ্জু (২৯)। সুমাইয়া খাতুন ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ের কন্ট্রোল রুমে কর্মরত। সূত্র জানায়, ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়নের চর ভবানীপুরে ২৩ বছর ধরে জমিজমা নিয়ে আলী আকবর এবং আজিজুল হকের পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গত ১৮ই সেপ্টেম্বর বিকালে এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে আজিজুল হকরা দেশীয় অস্ত্র নিয়ে আলী আকবরের পরিবারের উপর হামলা করে। এ সময় আলী আকবরের বোন সুমাইয়া খাতুন তার শিশু বাচ্চাকে নিয়ে বারান্দায় বসে ছিল। তার মাথায়ও রামদা দিয়ে কুপিয়ে মারাত্মক যখম করে। এতে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়েন সুমাইয়া। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১০নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সুমাইয়ার বোনও আহত হয়। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ্‌ কামাল আকন্দ বলেন, নারী পুলিশ সদস্য সুমাইয়া ছুটিতে এসে হামলার শিকার হয়েছেন। তার অবস্থা গুরুতর। সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে সুমাইয়ার ভাই আলী আকবর বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বিভিন্ন স্থানে রাতভর অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি শাহ্‌ কামাল আকন্দ।
        
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status