বাংলারজমিন

গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি হলেন মেয়র জাহাঙ্গীর আলম

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

২১ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ৮:২১ অপরাহ্ন

গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন-অর-রশিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (জিএমসিসিআই)-এর পরিচালনা পরিষদের সভায় ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ এর দ্বিবার্ষিক নিবার্চনে মোহাম্মদ জাহাঙ্গীর আলম সর্বসম্মতিক্রমে সভাপতি নিবার্চিত হয়েছেন। তিনি অনারেবল টেক্সটাইল কম্পোজিট লি. এর ব্যবস্থাপনা পরিচালক। ১৫ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি পদে মেট্রিক্স সোয়েটার লি. এর ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আলমগীর, সহ-সভাপতি পদে এন কে সোয়েটারস লি. এর চেয়ারম্যান মো. নাসির উদ্দিন এবং হান্নান নীট অ্যান্ড টেক্সাটইলস লি. এর চেয়ারম্যান এবিএম শামসুদ্দিন নির্বাচিত হয়েছেন। পরিচালনা পরিষদের ১১ জন পরিচালক হলেন- গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম মোকছেদ আলম, দি বস এগ্রো কমপ্লেক্স-এর কর্ণধর মো. রফিকুল ইসলাম, মেসার্স  জনি  এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো.  মুজিবুর রহমান, মেসার্স শিউলি এন্টারপ্রাইজের মো. বদরুল হাসান তসলিম, শিশির নীটিং এণ্ড ডাইং লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. মাজহারুল ইসলাম, মেসার্স প্রীতি এন্টারপ্রাইজের মো. আলী হোসেন, মেসার্স অদিতা এন্টারপ্রাইজের এমএম হেলাল  উদ্দিন, মেসার্স নুর ট্রেডার্সের মো. আশরাফুল আলম রানা, রয়েল ট্রেডের মোহাম্মদ মুজিবুর রহমান, মেসার্স স্মৃতি ট্রেডার্সের মো.  শামীম ইসতিয়াক,  টিজে সোয়েটার্স লি. এর মো. সায়মন সরকার।
গত ১৪ই সেপ্টেম্বর নিবার্চন বোর্ডের চেয়ারম্যান মো. মনির হোসেন, গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রি-এর গঠণতন্ত্র অনুযায়ী ১৫টি পদের বিপরীতে ১৫ মনোনয়নপত্র দাখিল হওয়ায় বাণিজ্য সংগঠন বিধিমালা-১৯৯৪ এর ১৭ অনুযায়ী অপ্রতিদ্বন্দ্বীতা নিবার্চন (১) বিধি-১৫ (১) (জ) অনুযায়ী ১৫ জন পরিচালকের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status