বাংলারজমিন

ধামরাইয়ে জীবনের নিরাপত্তা চেয়ে ছেলের বিরুদ্ধে মায়ের জিডি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

২১ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ৬:৫৯ অপরাহ্ন

ঢাকার ধামরাইয়ে গর্ভধারিণী মাকে দুমুঠো ভাত দেয়া তো দূরের কথা, ব্যাপক মারধর করে আপন ছেলে। এ ঘটনায় ওই ছেলের বিরুদ্ধে থানায় মামলা করার পর এবার জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাহানার আক্তার নামের ৭০ বছরের এক বৃদ্ধা। গতকাল সকালে তিনি ধামরাই থানায় গিয়ে এ জিডি করেন।
জানা গেছে, উপজেলার সোমভাগ ইউনিয়নের কুলিন্দা গ্রামের জাহানারা আক্তারের (৭০) স্বামী প্রায় ২০ বছর পূর্বে দুই মেয়ে ও এক ছেলে রেখে মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুর পরও ভালোই চলছিল সংসার। একমাত্র ছেলে ইবনে সালাম বিবাহ করার কয়েক বছর পর থেকেই গর্ভধারিণী মাকে ভরণপোষণ তো দূরের কথা মাঝেমধ্যে মাকে মারধরও করে। মাকে ভরণপোষণ এমনকি মারধর করায় বাড়িতে ছেলে ইবনে সালামের  বিরুদ্ধে সালিশ বৈঠকে বসেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সালিশ বৈঠকেই ছেলে ইবনে সালাম বোন সাহিদা (৩৫) ও বোনের জামাই আবুল  বাশার মোকছেদ (৫০)কে মারধর করে। এ ঘটনায় মা জাহানারা বাদী হয়ে ছেলে ইবনে সালামের বিরুদ্ধে চলতি মাসের ১১ তারিখে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ইবনে সালামকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণও করেন। ছেলে ইবনে সালাম এ মামলায় আদালত থেকে জামিনে আসার পরই আবার মাকে ফের মারধরসহ ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। মা জাহানারা নিরুপায় হয়ে ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status