বাংলারজমিন

কমলগঞ্জে দিনমজুরের জমি দখল করে খামার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

২১ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ৬:৫৯ অপরাহ্ন

কমলগঞ্জের উত্তর কানাইদেশী গ্রামের দিনমজুর মো. মকছদ মিয়ার মা মৃত আছিরা বিবির ১২ শতাংশ জমি দখল করে মুরগির খামার নির্মাণ করার অভিযোগ উঠেছে। স্থানীয় উত্তর কানাইদেশী গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য তছবির উদ্দিন গংদের বিরুদ্ধে এ অভিযোগ করেন আছিয়া বিবির ছেলে মকছদ মিয়া। এ ব্যাপারে রোববার দিবাগত রাতে কমলগঞ্জ থানায় তিনি লিখিত অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদেশী গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য তছবির উদ্দিন, তার ভাই বাহার উদ্দিন, বেলুয়ার উদ্দিন ও নিজাম উদ্দিন গংরা একই গ্রামের মৃৃত আছিরা বিবির ১২ শতাংশ জমি জোরপূর্বক দখল করে মুরগির খামার তৈরি করেন। ইসলামাবাদ মৌজার ওই জমির দাগ নং জেএল-১১০, খতিয়ান ৬১-এর ২৩২৯।
অভিযোগ রয়েছে প্রভাবশালী তছবির গংরা জাল জালিয়াতির মাধ্যমে রেকর্ড তৈরি করে নিয়েছেন। একইভাবে উত্তর কানাইদেশী গ্রামের আতাউর রহমান ও আয়েশা বেগমের জমি জোরপূর্বক দখল করে রাস্তা নির্মাণ করার চেষ্টা করছেন তছবির গংরা। প্রতিবেশী মৌলানা আবদুর রশিদের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ করে নেন তছবির গংরা। একইভাবে ওই গ্রামের রায়বান বিবির এক খণ্ড জমি প্রভাবশালী ওই তছবির গং দখল করে নেন বলেও অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেন তছবির মিয়া। অভিযোগকারী মকছদ মিয়াকে নিকট আত্মীয় পরিচয় দিয়ে বলেন-ওই অভিযোগের কোনো ভিত্তি নেই। একাধিক ব্যক্তির জমি দখল ও জাল রেকর্ড তৈরি বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্তক্রমে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status