খেলা

কিউইদের সিরিজ বাতিলের প্রভাব পড়বে না বিশ্বকাপে: পিসিবি সিইও

স্পোর্টস ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০২১, সোমবার, ৫:১৭ অপরাহ্ন

নিরাপত্তার অজুহাতে সিরিজ না খেলেই পাকিস্তান ছেড়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিউইদের এমন সিদ্ধান্তে বেজায় চটেছেন পাকিস্তানের সাবেক-বর্তমান ক্রিকেটাররা। পিসিবির নতুন সভাপতি রমিজ রাজা তো ব্ল্যাকক্যাপসদের কড়া হুশিয়ারিও দিয়েছেন। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক তলানিতে নেমে যাওয়ার কথা। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পড়বে না তার কোনো প্রভাব। এমনটাই জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান।
ওয়াসিম খান বলেছেন, ‘যেভাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল পাকিস্তান সফর বাতিল করে চলে গেছে, সেটা পাকিস্তানের জন্য অবমাননাকর। এটাতে দুই ক্রিকেট বোর্ডের এক ধরনের উত্তেজনাও তৈরি হয়েছে।’

আগামী ২লা অক্টোবর শারজায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ বয়কট করবে কি না পাকিস্তান। বিষয়টি নিয়ে ওয়াসিম খান বলেছেন, ‘এ মুহূর্তে এই ধরনের কিছু করার কথা ভাবছে না পিসিবি। এটা কোনো ইস্যু নয়। ক্রিকেট-ভক্তদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। আমরা সেটি পূরণ করবো।’

বয়কট না করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে পাকিস্তানি ক্রিকেটাররা প্রতিবাদস্বরূপ কিছু করবে কি না, এমন আলোচনাও হচ্ছে। ওয়াসিম খান বলেছেন, ‘আসলে আমাদের ভাবনাটা পরিষ্কার হওয়া প্রয়োজন। এ ব্যাপারে সতর্ক থাকাও দরকার। আমাদের এমন কিছু করা উচিত নয়, যা রাজনৈতিক বার্তা বহন করে। যেকোনো ধরনের দৃশ্যমান প্রতিবাদও আমরা করবো না।’

সাল ২০০৯, পাকিস্তানে সফররত শ্রীলঙ্কান টিম বাসে বন্দুকধারীদের হামলা হয়। এরপর দীর্ঘ ১০ বছর পাকিস্তানে হয়নি কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। নিরাপত্তাজনিত শঙ্কা কাটিয়ে ধীরে ধীরে ক্রিকেট ফিরছে দেশটির মাটিতে। দ্বিপাক্ষিক সফর করে এসেছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে। তাছাড়া দেশ-বিদেশের ক্রিকেটারদের নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে পাকিস্তান সুপার লীগ (পিএসএল)। ক্রিকেট আবহে ফিরে আসা দেশটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা তাই অযৌক্তিক। তবুও অনিরাপত্তায় ভোগাকেই হাতিয়ার বানালো কিউইরা। সিরিজ না খেলেই ত্যাগ করলো পাকিস্তান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status