খেলা

যে কারণে মেসিকে তুলে নেন পিএসজি কোচ

স্পোর্টস ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০২১, সোমবার, ১:৫৯ অপরাহ্ন

অলিম্পিক লিঁওর বিপক্ষে পিএসজির জয় এসেছে শেষ মিনিটের গোলে। রোমাঞ্চকর জয় ছাপিয়ে বড় হয়ে উঠেছে লিওনেল মেসিকে মাঠ থেকে তুলে নেয়ার ঘটনা। মাঠ থেকে উঠে যাওয়ার সময় মেসির প্রতিক্রিয়াতেই স্পষ্ট ছিল কোচের সিদ্ধান্তে সন্তুষ্ট নন তিনি। তবে পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোর দাবি, দল ও মেসির ভালোর জন্যই তার এমন সিদ্ধান্ত।

মেসির মতো ফুটবলাররা ম্যাচ শেষের আগে মাঠ থেকে উঠে যেতে চান না। তাও আবার জয় নিশ্চিত হওয়ার আগে। লিঁও’র বিপক্ষে ৭৫তম মিনিটে মেসিকে তুলে নেন পচেত্তিনো। উঠে যাওয়ার সময় মেসির প্রতিক্রিয়ায় অসন্তুষ্টের ছাপ স্পষ্ট। ডাগআউটে বসেও কিছুটা হতাশ ছিলেন মেসি। পিএসজির জার্সিতে এখনো গোলের খাতা খোলা হয়নি আর্জেন্টাইন সুপারস্টারের। লিঁও’র বিপক্ষে আক্রমণভাগে দারুণ ছিলেন মেসি। ৭৫ মিনিটের মধ্যেই ৬ বার গোলমুখে শট নিয়েছেন। চলমান মৌসুমে কোনো ম্যাচে পিএসজির হয়ে যা দ্বিতীয় সর্বোচ্চ। ক্লেরমঁ এর বিপক্ষে কিলিয়ান এমবাপ্পে গোলমুখে নিয়েছিলেন ৭ শট। মেসির বদলি হিসেবে নামেন ফুলব্যাক আশরাফ হাকিমি। পচেত্তিনোর আরেকটি বদলির সিদ্ধান্ত দারুণ কাজে লেগেছে। ৮২তম মিনিটে মাউরো ইকার্দি মাঠে নেমে ইনজুরি টাইমে গোল করে পিএসজিকে জিতিয়েছেন।

তবে ম্যাচ শেষে পচেত্তিনোকে কথা বলতে হয়েছে মেসিকে উঠিয়ে নেয়া প্রসঙ্গে। এতে কিছুটা বিরক্তিও প্রকাশ করেন তিনি। পিএসজি কোচ বলেন, ‘আমার মনে হয়, আমরা সবাই জানি যে আমাদের ৩৫ জনের স্কোয়াডে দারুণ সব ফুটবলার আছে। কেবল ১১ জনই একসঙ্গে খেলতে পারে। এর বেশি খেলানো সম্ভব নয়। মাঠের সিদ্ধান্তগুলো নেওয়া হয় দল ও প্রতিটি খেলোয়াড়ের ভালোর জন্যই। সব কোচের ভাবনায় এটিই থাকে। কখনও এসব কাজে লাগে, কখনও লাগে না। কখনও ফুটবলাররা এসব পছন্দ করে, কখনও করে না। দিনশেষে, আমরা তো এ কারণেই এখানে আছি!’
মাঠ থেকে উঠিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়ে মেসির সঙ্গে কোনো সমস্যা নেই বলে জানালেন পচেত্তিনো। তিনি বলেন, ‘মেসিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তটা আমরা নিয়েছি যাতে ভবিষ্যতে সম্ভাব্য চোটের ঝুঁকি কমে। সামনে গুরুত্বপূর্ণ অনেক ম্যাচ আসছে, সেসব ম্যাচের জন্য ওকে আমাদের আগলে রাখতেই হবে। প্রতিক্রিয়ার কথা যদি জানতে চান তাহলে বলি, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে ঠিক আছে কিনা। সে বলেছিল যে, সব ঠিকঠাক আছে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status