বাংলারজমিন
দিরাইয়ে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
২০২১-০৯-২০
সুনামগঞ্জের দিরাইয়ে তিন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- দিরাই পৌর এলাকার দাউদপুর গ্রামের মোহন দে সংগ্রাম (৩২), দিরাই উপজেলার করিমপুর গ্রামের রিপন মিয়া (২৮) ও মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর গ্রামের লিটন ধর (২৮)। দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দিরাই পৌর শহরের কলেজ রোড এলাকা থেকে ৯০ পিস ইয়াবাসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। দিরাই থানা পুলিশের এসআই রফিকুল, এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। দিরাই থানার ওসি মো. আজিজুর রহমান তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে।