খেলা

মেরিনার্সের কর্তাদের বিরুদ্ধে মোহামেডানের মামলা

স্পোর্টস রিপোর্টার

২০ সেপ্টেম্বর ২০২১, সোমবার, ৮:২৩ অপরাহ্ন

হকির দলবদল শুরুর আগেই হকিতে হামলা-মামলায় জড়িয়ে গেল ঢাকা মেরিনার ইয়াংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ডিফেন্ডার সারোয়ার মুর্শেদ শাওন ইস্যুতে গত শুক্রবার রাতে ক্লাবে গিয়ে হামলা চালায় বলে মেরিনার্সের বিরুদ্ধে অভিযোগ করেন সাদা কালো শিবিরের কর্মকর্তারা। এই ঘটনায় গতকাল মেরিনার্সের তিন কর্মকর্তা ও এক সমর্থকের বিরুদ্ধে মতিঝিল থানায় ১৪৩, ৪৪৮, ৪২৭ ও ৫০৬ ধারায় মোহামেডানের পক্ষে মামলা রুজু করেছেন ক্লাবের অ্যাকাউন্টস ম্যানেজার মহিন উদ্দিন। মামলার মূল আসামি করা হয় মেরিনার্সের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানা, অন্যতম কর্মকর্তা ও হকি ফেডারেশনের সদস্য বদরুল ইসলাম দিপু, হকি দলের ম্যানেজার নজরুল ইসলাম মৃধা এবং ক্লাবের সমর্থক শাহাদাত হোসেন জুবায়ের। এর বাইরে অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করে মামলাটি করা হয়েছে। গত শুক্রবার এক অখ্যাত খেলোয়াড় সারোয়ার মুর্শেদ শাওনকে ঘিরে মুখোমুখি অবস্থানে দাঁড়ায় মোহামেডান ও মেরিনার্স। দুই দলই শাওনকে নিজেদের খেলোয়াড় দাবি করে সংবাদ সম্মেলন করে মেরিনার্স। তাদের দাবি শাওনকে অপহরণ করেছে মোহামেডান। ঘটনার দিন শাওন ছিলেন মোহামেডান ক্লাবে। সাদা-কালোদের দাবি রাত ১০টার পরে প্রায় ৬০-৭০ জন এসে শাওনকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে যায় মেরিনার্সের কর্মকর্তারা। এ সময় ক্লাবের ডাইনিং হলের আসবাবপত্রও ভাঙচুর করার অভিযোগ করে জানিয়েছেন সাদা কালো দলের কর্মকর্তারা। অভিযোগ পত্রে মোহামেডান ক্লাব সেদিন রাতে মেরিনার ইয়াংসের কর্মকর্তা ও সমর্থকদের বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করেছে। পাশাপাশি এটিও লিখেছে ওই ঘটনার পর তাদের ক্যাম্পে থাকা খেলোয়াড়রা নিরাপত্তা শঙ্কায় ভুগছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status