খেলা

‘পাকিস্তান যাচ্ছি, কে কে যাবে আমার সঙ্গে?’

স্পোর্টস ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ৬:২১ অপরাহ্ন

বাংলাদেশ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ খেলে এসেছে পাকিস্তানে। দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের খেলোয়াড়দের নিয়ে দোর্দ- প্রতাপে চলছে পাকিস্তান সুপার লীগ (পিএসএল)। ক্রিকেটীয় আবহে ফিরে আসা পাকিস্তানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার কথা না। তবুও সেই নিরাপত্তা নিয়েই সংশয় নিউজিল্যান্ডের। সিরিজ বাতিল করে পাকিস্তান ত্যাগ করলো কিউইরা। ব্ল্যাক ক্যাপদের সিদ্ধান্ত যে ভুল তা প্রমাণ করতে কালকেই পাকিস্তান যেতে চান ক্রিস গেইল!

দীর্ঘদিন ধরে পিএসএলে খেলে আসছেন উইন্ডিজ ব্যাটসম্যান ক্রিস গেইল। এক টুইট বার্তায় ইউনিভার্স বস বলেন, ‘আগামীকালই পাকিস্তানে যাচ্ছি আমি, কে কে যাবে আমার সঙ্গে?’

গেইলের এই টুইটে পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ‘কিংবদন্তি, তোমার সঙ্গে সেখানে দেখা হবে।’ এছাড়া আরেকজন মন্তব্য করেছেন, ‘পাকিস্তান বিশ্বের অন্যতম নিরাপদ দেশ। পাকিস্তান যদি ক্রিকেটের জন্য নিরাপদ না হয় তাহলে বিশ্বের কোনো দেশই নিরাপদ নয়।

পাকিস্তানে যে ক্রিকেট পুরোপুরি নিরাপদ সেটিই বোঝাতে চেয়েছেন ক্যারিবীয় সুপারস্টার। যেমনটা বলেছিলেন আরেক উইন্ডিজ তারকা ড্যারেন সামি, ‘নিরাপত্তাজনিত কারণে নিউজিল্যান্ডের পাকিস্তান সিরিজ স্থগিত করাটা হতাশাজনক। আমি বিগত ছয় বছর ধরে পাকিস্তানে ক্রিকেট খেলছি এবং সেখানে ভ্রমণের আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। আমি সব সময় সেখানে নিরাপদ অনুভব করেছি। এটি পাকিস্তানের জন্য বড় ধরনের আঘাত।’

নিউজিল্যান্ডের এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক-বর্তমান ক্রিকেটাররা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা নিউজিল্যান্ডকে কড়া জবাব দেয়ার হুশিয়ারি দিয়েছেন। পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেটকে হত্যা করলো নিউজিল্যান্ড।’

কিউইদের এমন সিদ্ধান্তে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলেছেন, ‘নিরাপত্তার হুমকিটা ¯্রফে গুজব। সব রকমের নিরাপত্তা দেয়ার পরও একটা গুজবের ওপর ভিত্তি করে সফর স্থগিত করা অনুচিত হয়েছে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status