খেলা

ইংলিশ লিজেন্ড জিমি গ্রিভসের চিরবিদায়

স্পোর্টস ডেস্ক

২০২১-০৯-১৯

ফুটবল-আকাশ থেকে খসে পড়লো আরো একটি তারা। গত ক’মাসের ব্যবধানে মৃত্যুবরণ করেন আর্জেন্টাইন গ্রেট ডিয়েগো ম্যারাডোনা ও জার্মান কিংবদন্তি জার্ড মুলার। এবার অন্যলোকে পাড়ি জমালেন ইংলিশ ফুটবল লিজেন্ড জিমি গ্রিভস। রোববার ইংল্যান্ডে নিজ বাড়িতে শেষ নিঃশ^াস ত্যাগ করেন টটেনহ্যাম হটস্পার, চেলসি ও এসি মিলানের সাবেক স্ট্রাইকার। তার বয়স হয়েছিল ৮১ বছর। ইংল্যান্ডের ১৯৬৬ বিশ^কাপজয়ী তারকা জিমি গ্রিভস জাতীয় দলের জার্সি গায়ে ৫৭ ম্যাচে করেছেন ৪৪ গোল। পেশাদার ক্যারিয়ারে ৬৬৬ ম্যাচে ৪৪৭ গোল রয়েছে তার ঝুলিতে। ইংলিশ শীর্ষ ফুটবল লীগে সর্বাধিক ৩৫৭ গোলের রেকর্ড জিমি গ্রিভসেরই। টটেনহ্যাম হটস্পারের জার্সি গায়ে ক্যারিয়ারে ৩৭৯ ম্যাচে ২৬৬ গোলের রেকর্ড তার।
চেলসির জার্সি গায়ে ইংলিশ শীর্ষ লীগের এক মৌসুমে (১৯৬০-৬১) সর্বোচ্চ ৪১ গোলের রেকর্ড গড়েন তিনি। এক মৌসুমে (১৯৬২-৬৩) টটেনহ্যামের সর্বোচ্চ ৩৭ গোলে রেকর্ডও জিমি গ্রিভসের।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status