কলকাতা কথকতা
কলকাতা কথকতা
তৃণমূলে যোগ দিয়ে বাবুল- বিজেপি দলটা আর করা যাচ্ছিল না
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২১-০৯-১৮
শনিবার বর্ষাবিঘ্নিত কলকাতার কামাক স্ট্রিটে অভিষেক বন্দোপাধ্যায়ের অফিসে সাদা ফরচুনার গাড়িতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েনের সঙ্গে ঢুকলেন তিনি। তিনি আর কেউ নন, বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। মোদি মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পর বাবুল ৩১ জুলাই বলেছিলেন, আর সক্রিয় রাজনীতি নয়। তার ঠিক একমাস আঠারো দিন পরে অভিষেক বন্দোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা আর উত্তরীয় নিয়ে মমতা বন্দোপাধ্যায়ের দলে যোগ দিলেন বাবুল। কামাক স্ট্রিটে সেই সময় সাংবাদিকদের ঠাসা ভিড়। সরকারিভাবে বাইট দেওয়া সম্ভব ছিল না। ভিড়ের মধ্যেও মানবজমিনকে আলাদাভাবে তিনি বললেন, বিজেপি দলটা আর করা যাচ্ছিল না। তাই এই সিদ্ধান্ত নিলাম। মানুষের জন্য কাজ করতে চাই। দিদির দলে সেটা সম্ভব। সোমবার দিদির সঙ্গে দেখা করে আশীর্বাদ নিয়ে কাজ শুরু করব। এদিন বাবুল সোশ্যাল মিডিয়ায় তার আইকন এরও পরিবর্তন করেন। এতদিন সেখানে মোদি, অমিত শাহ এর ছবি ছিল। শনিবার থেকে আইকন বদলে হয়েছে একটি বাক্য - অসম্মান করলে তার ফল পাওয়া যায়। এর দ্বারা বোঝা যায়, বাবুল বিজেপিতে অসম্মানিত হচ্ছিলেন।