খেলা

পাকিস্তান সফর নিয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা

স্পোর্টস ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ৩:৪৮ অপরাহ্ন

‘পাকিস্তানের ক্রিকেটকে হত্যা করেছে নিউজিল্যান্ড’ পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারের এমন কথাই কি সত্যি হতে চলেছে? শোয়েবের এমন মন্তব্য যে অমূলক নয় সেটা বোঝা যাচ্ছে পাকিস্তান সফর নিয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা।

শ্রীলঙ্কা, বাংলাদেশ, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সফলভাবে পাকিস্তান সফর করেছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান সুপার লীগও (পিএসএল) সুষ্ঠুভাবে আয়োজিত হচ্ছে পাকিস্তানে। এসব দেখেই নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সম্মতি দিয়েছিল পাকিস্তান সফরের। ১৮ বছর পর নিউজিল্যান্ড পা রেখেছিল পাকিস্তানে। সিরিজ মাঠে গড়ানোর আগমুহূর্তে হামলার আশঙ্কায় সফর বাতিল করে নিউজিল্যান্ড। কিউইদের এমন সিদ্ধান্তে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে বসেছে প্রশ্নবোধন চিহ্ন। নিউজিল্যান্ডের সফর বাতিলের সিদ্ধান্ত প্রভাব ফেলেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরে।

আগামী মাসে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ খেলতে পাকিস্তানে আসার কথা ইংল্যান্ড নারী ও পুরুষ দলের। ২০০৫ সালের পর পাকিস্তান সফরে যায়নি ইংল্যান্ড। অনেক দেন-দরবারের পর পাকিস্তান সফর করতে রাজি হয় ইংল্যান্ড। পাকিস্তান ক্রিকেটকে শঙ্কায় ফেলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) একজন শীর্ষ কর্তার মন্তব্য। ইসিবির সেই মুখপাত্র বলেন, ‘আমরা নিরাপত্তা শঙ্কায় নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিল করার ব্যাপারে অবগত আছি। পাকিস্তানে থাকা আমাদের নিরাপত্তা প্রতিনিধিদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আগামী দু’একদিনের মধ্যেই ইসিবি আসন্ন সফরের ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত নেবে।’

২৩ বছর পর ২০২২ সালে পাকিস্তান সফরে আসার সূচি রয়েছে অস্ট্রেলিয়ার। সফরে দুই টেস্ট ও তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে অজিদের। এই সফরের এখনো অনেক সমঢ বাকি থাকলেও বসেছে প্রশ্নবোধক চিহ্ন। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ানে’র সঙ্গে কথা বলেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র। তিনি বলেন, ‘আমরা এ ব্যপারে আমাদের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবো ও যথাযথভাবে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্তে আসবো।’

পিএসএলে খেলেছেন একাধিক অস্ট্রেলিয়ান ক্রিকেটার। বর্তমান টেস্ট অধিনায়ক টিম পেইন, শেন ওয়াটসন, জর্জ বেইলিরা খেলেছেন পিএসএলে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status