খেলা

‘সিরিজ বাতিলের কারণ জানার অধিকার রয়েছে সমর্থকদের’

স্পোর্টস ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ৩:১৭ অপরাহ্ন

নিউজিল্যান্ডের জন্য নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছিল টিম হোটেল ও স্টেডিয়াম এলাকা। চার হাজার সশস্ত্র পুলিশ সদস্যের সঙ্গে সেনাবাহিনীর বিশেষ ইউনিট এবং সেনাবাহিনীর সদস্যরা ছিলেন নিরাপত্তার দায়িত্বে। এতেও আশ্বস্ত হয়নি নিউজিল্যান্ড। হামলার আশঙ্কায় সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কিউইরা। এতে বড় অঙ্কের আর্থিক ক্ষতির সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) পাকিস্তান সফর বাতিলের কারণ হিসেবে ‘হামলার সম্ভাব্য হুমকি’ উল্লেখ করেছে।
এনজেডসির এমন ব্যাখ্যা পছন্দ হয়নি নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও সায়মন ডুলের। তিনি মনে করেন, সফর বাতিলের কারণ জানার অধিকার রয়েছে সমর্থকদের। টুইটারে তিনি লিখেছেন, ‘আমি মনে করি এর কারণ জানার অধিকার রয়েছে দু’দেশের সমর্থকদের।’ তবে এর কারণ জানাতে নারাজ নিউজিল্যান্ড সরকার। দেশটির উপ-প্রধানমন্ত্রী গ্রান্ট রবার্টসন বলেন, ‘এটা তো স্বাভাবিক যে কেমন হুমকি ছিল তার বিস্তারিত জানানোর বাধ্যবাধকতা কিংবা দায়িত্ব নেই। তবে এটা (হামলার আশঙ্কা) সত্যি এবং তার জন্য ব্যবস্থা নেয়া জরুরি ছিল।’
নিউজিল্যান্ড সরকার কিংবা তাদের ক্রিকেট বোর্ড সফর বাতিলের কারণ পরিস্কার না করলেও মূল ঘটনা জানার চেষ্টা করছে বিভিন্ন সংবাদমাধ্যম। বৃটিশ সংবাাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সমন্বয়ে গঠিত গোয়েন্দা সংস্থা ‘ফাইভ আইস’ এর তথ্যের ভিত্তিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ না খেলার সিদ্ধান্ত নেয় কিউইরা। ‘ফাইভ আইস’ নিউজিল্যান্ড দলের সঙ্গে থাকা নিরাপত্তা কর্মকর্তাকে জানিয়েছিল সম্ভাব্য হামলার কথা।
এনজেডসির সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে নিউজিল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী গ্রান্ট রবার্টসন বলেন, ‘তাদের সিদ্ধান্তকে সঠিক মনে করে সরকার। তাদের নিজস্ব নিরাপত্তা বিশেষজ্ঞ রয়েছে। যিনি দলের সঙ্গে রয়েছেন। তার কাছে নিরাপত্তা নিয়ে হুমকির বিশ্বাসযোগ্য তথ্য ছিল বলেই এনজেডসি এমন সিদ্ধান্ত নিয়েছে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status