খেলা

সরে যাচ্ছেন শাস্ত্রী,কুম্বলে-লক্ষ্মণকে চায় বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ১:৫৮ অপরাহ্ন

ভারতীয় দলের সঙ্গে দীর্ঘ পথচলার সমাপ্তি হতে চলেছে রবি শাস্ত্রীর। অক্টোবর-নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন এই সাবেক ক্রিকেটার। শাস্ত্রীর জায়গা কোচ হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চাওয়া অনিল কুম্বলে ও ভিভিএস লক্ষ্মণের যেকোনো একজনকে। টাইস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতীয় দলের প্রধান কোচের পদে আবেদন করতে কুম্বলে ও লক্ষ্মণকে রাজি করাতে কাজ করছে বিসিসিআই।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই এই সংস্করণের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। প্রধান কোচ হিসেবে শাস্ত্রীর মেয়াদ বিশ্বকাপ পর্যন্ত। তবে সাবেক এই অলরাউন্ডার চুক্তির মেয়াদ না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। জাতীয় দলে শাস্ত্রীর কোচিং ক্যারিয়ার শুরু সহকারী কোচ হিসেবে। তিন দফায় এই পদে ছিলেন। ২০১৪ সালের আগস্টে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পান। বছর দুয়েক এই ভূমিকায় থাকার পর ২০১৭ সালের জুলাইয়ে দুই বছরের জন্য প্রধান কোচ হিসেবে নিয়োগ পান। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সাময়িকভাবে দেড়মাস মেয়াদ বাড়ে শাস্ত্রীর। এরপর দুই বছরের জন্য চুক্তি বাড়িয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয় শাস্ত্রীকে। সাফল্যের ধারাবাহিকতায় চাইলে কোচের পদে থেকে যেতে পারতেন। সে পথে হাঁটছেন না শাস্ত্রী। তিনি বলেন, ‘আমার মনে হয় এটা (টি-টোয়েন্টি বিশ্বকাপ) দিয়েই শেষ হবে। আমি যা চেয়েছি তার সবকিছুই পেয়েছি। পাঁচ বছর (টেস্ট র‌্যাঙ্কিংয়ের) শীর্ষে থাকা। অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে দুইবার (সিরিজ) হারানো। ইংল্যান্ডে সিরিজ জয়।’
২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল এবং গত জুলাইয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারে ভারত। প্রধান কোচ হিসেবে শাস্ত্রীর অধীনে মাত্র একটি বিশ্বকাপই খেলেছে ভারত। বাদ পড়েছে সেমিতে। তবুও সীমিত ওভারের ক্রিকেটে সফলতার দাবি শাস্ত্রীর। তিনি বলেন, ‘সাদা বলের ক্রিকেটে আমরা সব দলকেই তাদের মাঠে হারিয়েছি। এবার যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারি তাহলে দারুণ অর্জন হবে।’
সাফল্য থাকাকালীন দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত বলে মত শাস্ত্রীর। তিনি বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করি, অনাকাক্সিক্ষত হয়ে ওঠার আগেই সরে যাওয়া উচিত। আমি তৃপ্ত। আমি দলকে নিয়ে যা করতে চেয়েছি তারচেয়ে বেশি পেয়েছি। অস্ট্রেলিয়ায় দুইবার টেস্ট সিরিজ জয়। ইংল্যান্ডে টেস্ট সিরিজে এগিয়ে থাকা। আমার চার দশকের ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে তৃপ্তিদায়ক মুহূর্ত।’
শাস্ত্রীর দায়িত্ব ছাড়ার ইঙ্গিতের পরই ভারতীয় ক্রিকেটাঙ্গনে আলোচনা শুরু হয়ে গেছে নতুন কোচ কে হবেন তা নিয়ে। টাইমস অব ইন্ডিয়ার দাবি, অনিল কুম্বলে অথবা ভিভিএস লক্ষ্মণকে শাস্ত্রীর চেয়ারে বসাতে চায় বিসিসিআই। দু’জনই এখন ব্যস্ত আইপিএলের বাকি অংশ নিয়ে। পাঞ্জাব কিংসের কোচ হিসেবে রয়েছেন কুম্বলে। লক্ষ্মণ রয়েছেন সানরাইজার্স হায়দারবাদের মেন্টর হিসেবে। কুম্বলে এর আগে একবছর ছিলেন ভারতের প্রধান কোচের দায়িত্বে। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারের পর পদত্যাগ করেন। সেসময় গুঞ্জন ছিল, অধিনায়ক কোহলির সঙ্গে বিরোধের জেরে সরে দাঁড়ান কুম্বলে। কোহলি টি-টোয়েন্টির দায়িত্ব ছাড়লেও ওয়ানডে ও টেস্টের নেতৃত্বে থাকছেন। আগের সেই ঘটনার জন্য কুম্বলে দায়িত্ব নিতে রাজি না-ও হতে পারেন। বিসিসিআই ভেবে রেখেছে বিকল্পও। কোচের পদের জন্য ভিভিএস লক্ষ্মণকেও আবেদন করার জন্য যোগাযোগ শুরু করেছে বিসিসিআই। শাস্ত্রী দায়িত্ব ছাড়লে দেশের কাউকে প্রধান কোচের চেয়ারে বসাতে চায় সৌরভ গাঙ্গুলির বোর্ড। বিকল্প ভাবনা হিসেবে বিদেশি কোচের সিদ্ধান্ত আসতে পারে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status