খেলা

সিরিজ বাতিলে বাবরদের হৃদয়ে রক্তক্ষরণ

স্পোর্টস ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ১২:১৩ অপরাহ্ন

অনেক কাঠখড় পুড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার পর পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ১৮ বছর পর নিউজিল্যান্ড এসেছিল পাকিস্তানে। কিউইদের বিপক্ষে সিরিজ আয়োজনে পাকিস্তান ক্রিকেটে বইছিল স্বস্তির সুবাতাস। সেই স্বস্তি উবে গেছে ‘নিরাপত্তা নিয়ে হুমকি’র কারণে পুরো সফর বাতিল করে নিউজিল্যান্ড দেশে ফেরায়। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা তুলোধুনো করছেন নিউজিল্যান্ডের এমন সিদ্ধান্তকে। বর্তমান ক্রিকেটারদের মনে দুঃখের শেষ নেই। বাবর আজম-শাদাব খানরা ভরাক্রান্ত মন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে জানিয়েছেন নিজেদের মত।
অধিনায়ক বাবর আজম লিখেছেন, ‘এমনভাবে সিরিজটি স্থগিত হয়ে যাওয়ায় অনেক বেশি হতাশ। এ সিরিজটি পাকিস্তান ক্রিকেটের লাখো সমর্থকের মুখে হাসি ফোটাতে পারতো। আমাদের নিরাপত্তা এজেন্সির সামর্থ্য ও সক্ষমতায় আমার পূর্ণ আস্থা রয়েছে। তারা আমাদের গর্ব, সবসময় তা-ই থাকবে।’
নিজেদের দেশকে নিরাপদ জানিয়ে বাঁহাতি ওপেনার ইমাম উল হকের বার্তা, ‘আমাদের দেশ নিরাপদ। ক্রিকেট খেলার জন্য নিরাপদ আমাদের দেশ। আমাদের সব সমর্থক ও দলের সবার জন্য এটা হৃদয় বিদারক। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাবো।’
দলের লেগস্পিনার শাদাব খান লিখেছেন, ‘এটা হৃদয়বিদারক। পাকিস্তানিরা ক্রিকেট অনেক ভালোবাসে। এখানে ক্রিকেট ফেরত আনার জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। পিএসএল এবং সফর করা অন্যান্য দলগুলো আমাদের আতিথেয়তা ও নিরাপত্তা ব্যবস্থার সাক্ষ্য দেয়। আমরা চেষ্টা চালিয়ে যাবো।’
প্রায় একই সুরে ডানহাতি পেসার হাসান আলি বলেছেন, ‘দর্শকদের কথা ভেবে আমার আরও খারাপ লাগছে। এই খবরটি শুনে তাদের না জানি কী অবস্থা। বিশ্বের কাছে আমি আবারও বলতে চাই, ক্রিকেট খেলার জন্য নিরাপদ আমাদের দেশ। সমর্থকদের কাছে আমি ওয়াদা করছি, পাকিস্তান দল আপনাদের মুখে হাসি ফোটাবে।’
বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ লিখেছেন, ‘এখন আমি অনুভূতিশূন্য, পুরোপুরি হতাশ। গত কয়েকবছর ধরেই আমরা প্রমাণ করে এসেছি যে, পাকিস্তান ক্রিকেটের জন্য নিরাপদ। শুরু হওয়ার আগেই সফরটা এভাবে শেষ হয়ে যাওয়া দুঃখজনক।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status