কলকাতা কথকতা

কলকাতা কথকতা

পেট্রাপোলে নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন

বিশেষ সংবাদদাতা, কলকাতা

২০২১-০৯-১৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে পেট্রাপোল সীমান্তে উদ্বোধন হল নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ওয়ান এর। এর ফলে সড়কপথে ভারত-বাংলাদেশ যাওয়া আসা করা যাত্রীরা অত্যাধুনিক সুবিধা পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এবং নিশীথ প্রামানিক। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মন্ত্রীরা ভারত-বাংলাদেশের পঞ্চাশ বছরের সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, এই সম্পর্ক আরও নিবিড় হবে। এই আধুনিক টার্মিনাল ভবনে বত্রিশটি অভিবাসন কাউন্টার, চারটি আবগারি কাউন্টার ও আটটি নিরাপত্তা কাউন্টার আছে। এছাড়াও অন্য সুযোগ সুবিধা বিমানবন্দরের টার্মিনাল ভবনের মতোই। এদিন মন্ত্রীরা টার্মিনাল-টু এর শিলান্যাসও করেন। ভারত-বাংলাদেশ পর্যটনে নতুন দিগন্ত খুলবে এই ভবন। বাংলাদেশের নৌ-পরিবহন প্রতিমন্ত্রী জানান, বেনাপোলেও তারা এইরকম টার্মিনাল ভবন বানাবেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status