বিনোদন

অক্টোবরে মুক্তি পাচ্ছে ৬ সিনেমা

মাজহারুল তামিম

১৮ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ৮:১০ অপরাহ্ন

করোনার ধাক্কা সামলে আবারো সুদিনের অপেক্ষায় সিনেমা অঙ্গনের মানুষেরা। দীর্ঘদিন প্রেক্ষাগৃহ বন্ধ থাকার পর যখন চালু হলো নতুন করে সিনেমা নিয়ে ভাবছেন প্রযোজক-পরিচালকরা। এরই মধ্যে এগিয়ে এসেছেন কেউ কেউ। আশার খবর হলো- অক্টোবর মাসেই মুক্তি পেতে যাচ্ছে ৬টি সিনেমা। সিনেমাগুলো হলো- ‘কসাই’, ‘চোখ’, ‘ঢাকা ড্রিম’, ‘পদ্মাপুরাণ’, ‘বাজি’ এবং ‘চন্দ্রাবতী কথা’। এর সঙ্গে আরও দু-একটি ছবিও অক্টোবরে মুক্তির মিছিলে যোগ হতে পারে। প্রযোজক পরিবেশক সমিতির দেয়া তথ্যানুযায়ী ১লা অক্টোবর মুক্তি পাচ্ছে অনন্য মামুন পরিচালিত নিরব, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা অভিনীত সিনেমা ‘কসাই’। একই দিন মুক্তি পাবে সিনেমা ‘চোখ’। সিনেমাটি পরিচালনা করেছেন আসিফ ইকবাল জুয়েল। এতে অভিনয় করেছেন নিরব, রোশান ও বুবলী। একইদিনে দুই ছবি মুক্তি হতে যাওয়ায় বেশ উচ্ছ্বসিত চিত্রনায়ক নিরব। তিনি বলেন, একসঙ্গে দুটি সিনেমা মুক্তি পাচ্ছে আমার। এটি সত্যি ভীষণ আনন্দের বিষয়। আমরা বছরজুড়ে কাজ করি দর্শকদের জন্য। তাদের সামনে হাজির হওয়াটা নিঃসন্দেহে আনন্দের। যদিও করোনার কারণে দীর্ঘদিন প্রেক্ষাগৃহে দর্শকদের যাতায়াত ছিল না। তবে আমি আমার এই দুটি সিনেমা নিয়ে অনেক আশাবাদী। দুটিই ভিন্ন টাইপের সিনেমা। দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। এদিকে, ৮ই অক্টোবর মুক্তি পাচ্ছে ‘ঢাকা ড্রিম’ ও ‘পদ্মাপুরাণ’ ছবিটি দুটি। ‘ঢাকা ড্রিম’ পরিচালনা করেছেন সুতপার ঠিকানা খ্যাত
পরিচালক প্রসূন রহমান। আর ‘পদ্মাপুরাণ’র পরিচালক রাশিদ পলাশ। পদ্মাপারের জীবন-জীবিকা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। নির্মাতা রাশিদ পলাশ বলেন, পদ্মানদীর চরে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে শুটিং করেছিলাম। পুরো টিমের অকুণ্ঠ সহযোগিতা ছাড়া কোনোভাবেই এ অসাধ্য সাধন সম্ভব হতো না। গেল মাসে ‘পদ্মাপুরাণ’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগামী ৮ই অক্টোবর ঢাকাসহ দেশের সর্বোচ্চ সংখ্যক সিনেমা হলে হলে ছবিটি মুক্তির দেয়ার চেষ্টা করছি।  এদিকে, অক্টোবরের তৃতীয় সপ্তাহে মুক্তি পাবে ‘বাজি’ ও ‘চন্দ্রাবতী কথা’। সিনেমা দুটির মধ্যে ‘বাজি’ কলকাতা থেকে আমদানিকৃত। এতে অভিনয় করেছেন কলকাতার জিৎ ও মিমি। আর ‘চন্দ্রাবতী কথা’ ষোড়শ শতকের প্রেক্ষাপটে নির্মিত আত্মজীবনীমূলক চলচ্চিত্র। মৈয়মনসিংহ গীতিকার কবি নয়ানচাঁদ ঘোষের চন্দ্রাবতী পালা অবলম্বনে বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা কবি চন্দ্রাবতীর জীবনালেখ্য নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন এন রাশেদ চৌধুরী। সবমিলিয়ে এতদিন পর একসঙ্গে এমন সিনেমার সংখ্যা বেশ ইতিবাচকভাবে দেখছেন সিনেমা সংশ্লিষ্টরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status