খেলা

‘মেসির কারণে দুর্বল হয়ে পড়েছে পিএসজি’

স্পোর্টস ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার, ১:০১ অপরাহ্ন

কিলিয়ান এমবাপ্পে, নেইমাররা তো ছিলেনই। এরপর যোগ দিলেন লিওনেল মেসি। পিএসজিকে এখন বিশে^র সবচেয়ে শক্তিশালী ক্লাব বললেও ভুল হবে না। অনেকে তো আক্রমণভাগের সেরা ত্রয়ীর কাঁধে ভর করে প্রথম চ্যাম্পিয়নস লীগ শিরোপার সুভাসও পাচ্ছেন। তবে মেসিরা ভক্ত-সমর্থকদের প্রত্যাশা পূরণে সমর্থ্য হবেন তো? সংশয় থেকেই যায়!
প্রথমবারের মতো মেসি-নেইমার-এমবাপ্পেকে একসঙ্গে নামিয়েছিলেন মাউরিসিও পচেত্তিনো। ইউসিএলে নিজেদের প্রথম ম্যাচে দুর্বল প্রতিপক্ষ বেলজিয়ান ক্লাব ব্রাগের বিপক্ষে জ্বলে উঠতে পারেনি তারকাখচিত পিএসজি। কোনোমতে ১-১ গোলে ড্র করেছে প্যারিসের ক্লাবটি।
নতুন পরিবেশ নাকি রসায়নের অভাব? নেইমার-এমবাপ্পের সঙ্গে এখনও জমিয়ে উঠতে পারেননি মেসি? মেসির সংযুক্তি লা প্যারিসিয়ানদের শক্তিশালী করেনি; বরং বানিয়েছে দুর্বল। এমনটাই মত ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যালন ডি’অরজয়ী সাবেক ইংলিশ ফরোয়ার্ড মাইকেল ওয়েন। তিনি বলেন, ‘মেসি-নেইমার-এমবাপ্পে তিনজন যখন একসঙ্গে খেলে, তখন সে দল দুর্বল হয়ে যায় বলে আমার মনে হয়। আমি বুঝি না, কেন পিএসজিকে এবারের চ্যাম্পিয়নস লীগের জন্য অন্যতম ফেভারিট ধরা হচ্ছে।’
ওয়েনের চোখে পিএসজির চেয়ে অনেক এগিয়ে ইংলিশ ক্লাবগুলো। তিনি বলেন, ‘হ্যাঁ, পিএসজি দুর্দান্ত একটা দল। যে দুুর্দান্ত ফরোয়ার্ড লাইনআপ ওদের আছে, তা দেখে সবাই মুগ্ধ। প্রত্যেক খেলোয়াড়ই নিজ নিজ গুণে অসাধারণ। তবে আমার মনে হয় দল হিসেবে চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি অনেক অনেক ভালো।’
শুধু তাই নয়, ওয়েন মনে করেন পিএসজিতে নতুন আসা জিয়ানলুইজি দোন্নারুম্মা, সার্জিও রামোস আশরাফ হাকিমিরা মেসির চেয়েও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘ মেসি নয়; বরয় দোন্নারুম্মা, রামোসদের দলে ভেড়ানো পিএসজিকে চ্যাম্পিয়নস লীগ জেতার বেশি সুযোগ করে দেয়।’
লিওনেল মেসি পিএসজিতে যোগ দেয়ার পরই গুঞ্জন ওঠে রিয়াল মাদ্রিদে চলে যাবেন কিলিয়ান এমবাপ্পে। আর্জেন্টাইন সুপারস্টারের ছায়া হয়ে থাকতে চান না বিশ^কাপজয়ী ফরাসি তারকা। তবে এমবাপ্পের স্পেন যাত্রা এখন পর্যন্ত আটকে রেখেছে পিএসজি। ওয়েনের মতে, মেসি-এমবাপ্পের রসায়ন জমবে না। কারণ এমবাপ্পের মধ্যে সহযোগিতা নয়; বরং প্রতিযোগিতামূলক মনোভাব কাজ করে। ওয়েন বলেন, ‘আমি বিশ^াস করি, মেসি এখানে আসার পর এমবাপ্পে বলবে, আমার মেসিকে দেখাতে হবে আমি আসলে কী।’
ওয়েনের কথাটা খুব সম্ভবত কিঞ্চিৎ ঠিকও। ফরাসি লিগ ওয়ানে মেসির অভিষেক ম্যাচেই দেখা গিয়েছে এমবাপ্পের প্রতিযোগিতামূলক মনোভাব। রিমসের বিপক্ষে সেই ম্যাচে ডি-বক্সে সুবিধাজনক স্থানে থাকা মেসিকে পাস না দিয়ে সরাসরি লক্ষ্যভ্রষ্ট শট নিয়েছিলেন এমবাপ্পে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status