বাংলারজমিন

বারি’তে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

১৭ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার, ৯:২০ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কীটতত্ত্ব বিভাগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিরাপদ খাদ্য উৎপাদনে পরিবেশ সম্মত উপায়ে বিভিন্ন ফসলের ক্ষতিকর পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা গতকাল ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় ১০০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থী কৃষকদের মাঝে জৈব বালাইনাশক ও নিমের চারা বিতরণ করা হয় এবং জৈব বালাইনাশকের স্টল প্রদর্শনীর আয়োজন করা হয়।
সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড. মো. আবদুর রৌফ। বারি’র মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. কামরুল হাসান, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম, পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) ড. দেবাশীষ সরকার, পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম। কীটতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আখতারুজ্জামান সরকারের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. নির্মল কুমার দত্ত। প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন শেষে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থী কৃষকদের মাঝে জৈব বালাইনাশক ও নিমের চারা বিতরণ করেন এবং জৈব বালাইনাশকের স্টল প্রদর্শনী পরিদর্শন করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status