খেলা

ওয়ান্ডারার্সের ফুটবল সম্পাদক সুমন আলম

স্পোর্টস রিপোর্টার

২০২১-০৯-১৭

ঢাকার ফুটবল মাঠে এক সময় জায়ান্ট ছিল ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। কিন্তু বেশ ক’বছর ধরেই সেই ঐতিহ্যে ভাটা পড়েছে। ঢাকা প্রিমিয়ার লীগেও খেলেছে তারা। কিন্তু এখন পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তরের আসর চ্যাম্পিয়নশিপ লীগে খেলছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী ক্লাবটি। চলমান মৌসুমে চ্যাম্পিয়নশিপ লীগে পঞ্চমস্থান অর্জন করেছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। ফুটবলে ফের জাগরন তৈরি করতে সুমন আলমকে সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ফুটবল উপ-কমিটি গঠন করেছে ক্লাবটি। গত ১০ই সেপ্টেম্বর ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সুমন আলম বলেন, ‘দেশের ফুটবলে এক সময় ঐতিহ্যের অন্যতম ধারক-বাহক ছিল ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। বঙ্গবন্ধুর এই ক্লাবের সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা চেষ্টা করবো। দেশের ফুটবলের সর্বোচ্চ আসর প্রিমিয়ার লীগে ক্লাবকে খেলাতে চাই।’
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status