অনলাইন
বিদেশে টাকা পাচার হচ্ছে অনলাইন জুয়ায়
অনলাইন ডেস্ক
২০২১-০৯-১৬
অনলাইনে জুয়ার মাধ্যমে বিদেশে টাকা পাচার হচ্ছে বলে তথ্য পেয়েছে পুলিশ। গত মঙ্গলবার অনলাইনে বিভিন্ন অ্যাপস ও সাইট ব্যবহার করে মোবাইলে জুয়া খেলার সময় ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রাজধানীর ডেমরার গলাকাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, গ্রেপ্তারকৃতরা টাকাকে ডলারে রূপান্তর করে ‘স্কাইফেয়ার’ ও ‘বেট৩৬৫’ অ্যাপস ব্যবহার করে জুয়া খেলতেন। এভাবেই অনলাইনে জুয়ার মাধ্যমে অনেকেই টাকা বিদেশে পাচার করছেন বলে জানায় পুলিশ।
ডেমরা থেকে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- দেলোয়ার হোসেন (৪৫), মহিউদ্দিন (৩৩) ও জামাল মিয়া (২৫)। ডিবি রমনা বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক বলেন, ইমেইলে নিবন্ধনের পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অ্যাপসের স্থানীয় এজেন্টদের টাকা দেয় জুয়াড়িরা। স্থানীয় এজেন্ট তার কমিশন কেটে রেখে সেই টাকা ডলারে রূপান্তর করেন। এরপর আরও কয়েক এজেন্টের হাত ঘুরে টাকা চলে যায় বিদেশে থাকা মাস্টার এজেন্টের কাছে। আর এভাবেই অনলাইন জুয়ার মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে টাকা।
পুলিশ আরও জানায়, প্রত্যেক এজেন্টের অসংখ্য সদস্য রয়েছে। তারা আইপিএল, বিপিএলসহ প্রতিটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে জুয়া খেলেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডেমরা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ।
ডেমরা থেকে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- দেলোয়ার হোসেন (৪৫), মহিউদ্দিন (৩৩) ও জামাল মিয়া (২৫)। ডিবি রমনা বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক বলেন, ইমেইলে নিবন্ধনের পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অ্যাপসের স্থানীয় এজেন্টদের টাকা দেয় জুয়াড়িরা। স্থানীয় এজেন্ট তার কমিশন কেটে রেখে সেই টাকা ডলারে রূপান্তর করেন। এরপর আরও কয়েক এজেন্টের হাত ঘুরে টাকা চলে যায় বিদেশে থাকা মাস্টার এজেন্টের কাছে। আর এভাবেই অনলাইন জুয়ার মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে টাকা।
পুলিশ আরও জানায়, প্রত্যেক এজেন্টের অসংখ্য সদস্য রয়েছে। তারা আইপিএল, বিপিএলসহ প্রতিটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে জুয়া খেলেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডেমরা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ।