বাংলারজমিন
রাজনগরে প্রবাসী-সহায়তায় করোনা ক্ষতিগ্রস্তদের পৌনে ৪ লাখ টাকার অনুদান দিল জিয়া মঞ্চ
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
২০২১-০৯-১৫
করোনায় কঠোর লকডাউনে ক্ষতিগ্রস্ত স্বজন এবং এলাকার নিম্ন আয়ের আড়াই 'শ পরিবারকে প্রায় পৌনে ৪ লাখ টাকার নগদ অনুদান দিয়েছেন জাতীয়তাবাদী রাজনীতির সমর্থক রাজনগরের প্রবাসীরা। বুধবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে রাজনগর জাতীয়তাবাদী জিয়া মঞ্চ হোয়ার্টসআপ গ্রুপ ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্য প্রবাসীদের প্রদেয় ওই আর্থিক অনুদান পরিবার-প্রতিনিধিদের হাতে হস্তান্তর করে। উপজেলা সদরের অদূরে কাটাজুড়ীস্থ থানা যুবদলের আহবায়ক মতিউর রহমান খান জুসেফের বাড়িতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জিয়া মঞ্চ হোয়াটসঅ্যাপ গ্রুপের বাংলাদেশ প্রতিনিধি ও উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক লুৎফুর রহমান খান ছোটন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য আবুল খায়ের মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা মুহিবুর রহমান খান সাজ্জাদ, যুবদলের আহ্বায়ক মতিউর রহমান খান জোসেফ, ছাত্রদলের সাবেক সভাপতি রুহুল আলম খান রুহেল, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমদ রাজা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুলতান আহমদ সুনু, জিয়া মঞ্চের বৈদেশিক প্রতিনিধি লাকু বকস প্রমুখ। ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন জাতীয়তাবাদী জিয়া মঞ্চ হোয়াটসঅ্যাপ গ্রুপের উপদেষ্টা কানাডা প্রবাসী জালালুর রহমান খান, ইংল্যান্ডের পোর্টসমাউথ বিএনপির সম্পাদক জাকির হোসেন, গ্রুপের প্রধান এডমিন সরোয়ার হাজান, অন্যতম এডমিন আজিজুল হক, সুজা খান, সৈয়দ সুহেল, জেবু খান, সিপার আহমদ, সাবেক ছাত্র নেতা কুয়েত প্রবাসী শামীম আহমদ, লন্ডন প্রবাসী টিপু আলী, জহির তালুকদার, সুমন আহমেদ, জাজেব খান, আমেরিকা প্রবাসী কাদির বকস, হাফিজুর রহমান, ইতালি প্রবাসী সিহাব আহমদ, কাতার প্রবাসী তাজিদ আহমদ, প্রবাসী শিপন, আলমগীর, শাহ রাজু মুবশ্বির, সাহান প্রমুখ।