বাংলারজমিন

গাজীপুরে জীবনমান উন্নয়ন প্রকল্পে মেয়র জাহাঙ্গীর আলম

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

১৬ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার, ৯:২৭ অপরাহ্ন

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এডভোকেট মো. জাহাঙ্গীর আলম বলেছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তের যারা পরিশ্রম দিয়ে, অর্থ দিয়ে আমাদের সিটির দরিদ্র মানুষের জন্য সহায়তা করছেন তাদের কাছে আমরা ঋণী। তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। তিনি গতকাল দুপুরে নগরের গাছা আঞ্চলিক কার্যালয়ে যুক্তরাজ্যের এফডিসিও ও ইউএনডিপি’র অর্থায়নে প্রান্তিক গোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
মেয়র জাহাঙ্গীর আলম আরও বলেছেন, সারা দেশের তথা আমাদের সিটির সকল মানুষের উন্নয়নের মূল শক্তি ও পথপ্রদর্শক হিসেবে খেয়াল রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সহযোগিতায় ব্যাপক উন্নয়ন অগ্রগতিতে আমাদের গাজীপুর সিটির চেহারা দ্রুত পাল্টে যাচ্ছে। অন্যদিকে স্বল্প আয়ের মানুষের জন্য আমাদের কিছু বন্ধুদেশ গরিব মানুষের জন্য সহায়তা করছেন। বন্ধু হিসেবে পৃথিবীর অন্য প্রান্তের মানুষ আমাদের জন্য অর্থ দিচ্ছেন। সহযোগিতা করছেন। তাদের শ্রমের  বিনিময়ে আয়ের অর্থ আমাদের গরিব মানুষকে সহায়তা করা হচ্ছে। আমরা যদিও অন্যদেরকে সহায়তা করতে চাই নাই। কিন্তু যাদের সঙ্গে আমাদের ধর্ম, ভাষা, সংস্কৃতির কোনো কিছুরই মিল নেই, তারা আমাদের অর্থ দিয়েছেন। তাদের সেই অর্থ দিয়ে আমাদের এখানকার লোকজনকে খাবার দেয়া হচ্ছে। ছোট ছোট রাস্তাঘাট করা হচ্ছে। টয়লেট তৈরি করে দেয়া হচ্ছে। শিশুদের লেখাপড়ার কাজে সহায়তা করা হচ্ছে। যাদের শ্রমের অর্থ দিয়ে আমাদের শহরের ওয়ার্ড ও মহল্লা পর্যায়ে গরিব মানুষের সহযোগিতা করা হচ্ছে, তাদের জন্য কৃতজ্ঞতার শেষ নেই। দোয়া করি
তারা যেন সুস্থ থাকেন। সহযোগী সেই সব বন্ধুদের অর্থ যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে নানাভাবে এর সুফল সবাই পাবো। এই অনুষ্ঠানে সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, অধ্যাপক এমএ বারীসহ প্রকল্পের কর্মকর্তা বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানে প্রকল্পের সিডিসি’র নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথবাক্য পাঠ করানো হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status