অনলাইন

শাহজালাল বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের কাজ পেল ৭ প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার

১৫ সেপ্টেম্বর ২০২১, বুধবার, ৯:১০ অপরাহ্ন

হযরত শাহজালাল রহ. বিমানবন্দরে প্রবাসীদের কোভিড-১৯ টেস্টের জন্য আরটি-পিসিআর ল্যাব স্থাপনের জন্য ৭টি প্রতিষ্ঠানকে নির্বাচিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক চিঠিতে ল্যাব স্থাপনে প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে। ল্যাব স্থাপনের কাজ পাওয়ায় প্রতিষ্ঠানগুলো হচ্ছে- স্টেমজ হেলথস কেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, গুলশান ক্লিনিক লিমিটেড এবং ডিএমএফআর মলিকুলার ল্যাব এন্ড ডায়াগনস্টিক। এসব প্রতিষ্ঠানকে ল্যাব স্থাপনের জন্য তিন থেকে ছয়দিন পর্যন্ত সময় দেয়া হয়েছে। আর কোভিড-১৯ পরীক্ষার মূল্য বেধে দেয়া হয়েছে ১৭০০ থেকে ২৩০০ টাকা পর্যন্ত। চিঠিতে বলা হয়, ৭টি নির্বাচিত ল্যাবকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ের মধ্যে প্রযোজ্য স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর এর আলোকে ল্যাব স্থাপনের প্রয়োজনীয় স্থান বরাদ্দসহ আনুসঙ্গিক ব্যবস্থা গ্রহণের জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানকে এবং সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান প্রতিপালনের শর্তাদির আলোকে উপযুক্ত ল্যাবসমূহের অনুকূলে কার্যক্রম শুরুর নির্দেশ জারি করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার ৭ দিন পার হলেও ঢাকাসহ দেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব স্থাপন করতে পারেনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এ নিয়ে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন বিদেশগমনেচ্ছু প্রবাসীরা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে কোভিড নেগেটিভ সনদ থাকার বাধ্যবাধকতা রয়েছে। ফ্লাইটে ওঠার ৩ থেকে ৬ ঘন্টার মধ্যে এ পরীক্ষা সম্পন্ন করতে হয়। বিমানবন্দরে এ সুবিধা না থাকায় বেশ কয়েকটি এয়ারলাইন্স বাংলাদেশে তাদের ফ্লাইট বন্ধ রেখেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status