বাংলারজমিন

নগরকান্দায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর ২০২১, বুধবার, ১২:২০ অপরাহ্ন

নগরকান্দা উপজেলায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে আসেন ফরিদপুর জেলা প্রসাশক অতুল সরকার। গতকাল নগরকান্দা সদরের মিরাকান্দা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের নিজ উদ্যোগে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রুর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের
আয়োজনে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১টায় নগরকান্দা পৌরসভার মিরাকান্দা আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাদের এই বিশেষ আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়্যারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা থানা সার্কেলের সিনিয়র এএসপি সুমিনুর রহমান, নগরকান্দা থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, কামরুন্নাহার রিটা, উপজেলা মৎস কর্মকর্তা শেখ তানভীর আখতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মানিক বিন ইয়ামিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাপশ শাখারী, ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিক তালুকদার, আরিফুর রহমান আরিফ, মিজানুর রহমান মিজান, গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী আপনাদের অনেক উপহার দিয়েছে এবং দিবে। বিনিময়ে আপনাদের প্রতিটি ঘরের ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করার অঙ্গীকারবদ্ধ হতে হবে এবং আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীরা যদি কোন অসামাজিক কর্মকান্ড সাথে লিপ্ত থাকেন তাদেরকে আশ্রায়ন প্রকল্প হতে বিতারিত করা হবে। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক আশ্রায়ণ প্রকল্পের সকল বাসিন্দাদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status