অনলাইন

স্থল বন্দরগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত

কূটনৈতিক রিপোর্টার

১৪ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ১১:৪৯ অপরাহ্ন

দেশের সব স্থলবন্দর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী রবিবার থেকে মোট ১০টি স্থলবন্দর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কার্যক্রম শুরু করবে। পর্যটক ছাড়া অন্য সবাই এই বন্দরগুলো দিয়ে ঢুকতে পারবেন এবং বাংলাদেশে প্রবেশের জন্য কোনও ধরনের নো-অবজেকশন সার্টিফিকেট প্রয়োজন হবে না। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা মানবজমিনকে  এ তথ্য  নিশ্চিত করেছেন। মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, বাংলাদেশ এবং ভারতের করোনা মহামারি পরিস্থিতির উন্নতিতে সব স্থলবন্দর খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগে পাঁচটি বন্দর খোলা ছিল। রবিবার থেকে আরও পাঁচটি বন্দর খুলছে। উল্লেখ্য, গত ২৫ শে এপ্রিল থেকে স্থলবন্দর দিয়ে আগমন-নির্গমন বিষয়াদি পর্যবেক্ষণের জন্য পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে একটি আন্তমন্ত্রণালয় কমিটি কাজ করছে। এই কমিটি স্থলবন্দর সংলগ্ন জেলাগুলোর স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে আসছে। ওই কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অ্যাম্বাসেডর মাশফি বিনতে শামস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status