বাংলারজমিন

১৫ দফা দাবিতে ৭২ ঘণ্টা চলবে না পণ্য পরিবহন

পঞ্চগড় প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর ২০২১, বুধবার, ৯:০৭ অপরাহ্ন

পণ্য পরিবহন মালিক ও শ্রমিকদের ১৫ দফা দাবিতে ২১ থেকে ২৪শে সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টা পঞ্চগড়সহ সারা দেশে চলবে না কাভার্ডভ্যান, ট্রাক, প্রাইমমুভার-ট্রেইলার, মিনিট্রাক ও পিকআপ। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ট্রাক, ট্যাঙ্কলরি কাভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর মালিক সমিতি কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার মালিক-শ্রমিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। জেলা ট্রাক, ট্যাঙ্কলরি কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ লায়নের সঞ্চালনায় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- আলহাজ মুকবুল আহমদ, ওয়াজি উল্লাহ, আলহাজ আবুল কাশেম, আবদুল মোতালেব, আসাদুজ্জামান, প্রতাপ শাহা ভানু, মোশারফ হোসেন, জামিনুল ইসলাম, গোলাম রসুল মোহাম্মদ, মোর্শেদ আলম, সুজন, আমিনুল বারী, খোরশেদ আলম, গোলাম রহমান তানু, নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন, গোলাম রহমান, আলহাজ মামুন পাটোয়ারী, সিরাজুল ইসলাম প্রমুখ। বক্তারা করোনা মহামারিকালে মোটরযান মালিকদের ওপর আরোপিত অগ্রিম আয়কর ও সম্প্রতি চাপিয়ে দেয়া অতিরিক্ত বা বর্ধিত আয়কর অবিলম্বে বাতিল করে আদায় করা বর্ধিত কর স্ব স্ব মালিকদের ফেরত দেয়াসহ অন্যান্য দাবির বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, গত ২২শে আগস্ট আমাদের ১৫ দফা দাবি সংবলিত স্মারকলিপি সড়ক ও সেতুমন্ত্রীসহ পরিবহন সংশ্লিষ্ট ৮ মন্ত্রীকে দেয়া হয়েছে। আগামী ২০শে সেপ্টেম্বরের মধ্যে ১৫ দফা দাবি না মানলে পরদিন ২১শে সেপ্টেম্বর থেকে পণ্যবাহী গাড়ির চাকা ঘুরবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status