বাংলারজমিন

৬ দফা দাবিতে সিলেট জেলা প্রশাসকের কাছে শ্রমিকদের স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৫ সেপ্টেম্বর ২০২১, বুধবার, ৯:০৭ অপরাহ্ন

৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে সিলেট জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের হাতে এই স্মারকলিপি প্রদান করেন শ্রমিক ও মালিক নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ, সিএনজি চালিত অটোরিকশার মালিক সমিতির সভাপতি মো. শাহ দিলওয়ার, সহ-সভাপতি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন প্রমুখ।
কল্যাণ সম্পাদক আবদুল মন্নান, সদস্য এম. বরকত আলী, সদস্য সাদিক আহমদ জয়নুল, সিলেট জেলা অটোটেম্পু-অটোরিকশা শ্রমিক জোটের সভাপতি খলিল খান, কার্যকরী সভাপতি মতছির আলী প্রমুখ। স্মারকলিপিতে দাবি উপস্থাপন করে উল্লেখ করা হয়, মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত মালিক ও শ্রমিকদের সিএনজি অটোরিকশায় বর্ধিত কর প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশোধনীসহ বিধিমালা প্রণয়নের পূর্ব পর্যন্ত এই আইনে ট্রাফিক পুলিশ কর্তৃক মামলা ও জরিমানা প্রদান বন্ধ, যাত্রী পরিবহন করার অধিকার সংরক্ষণ করে না এমন যানবাহন দ্বারা যাত্রী পরিবহন বন্ধ, নতুন ড্রাইভিং লাইসেন্স, ও ট্যাক্স, ফিটনেস, নবায়নে ও মালিকানা বদল সংক্রান্ত বিআরটিএ সিলেটের সকল প্রকার দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status